
ভারতীয় দলের প্রাক্তন বোলার হরভজন সিং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড নিয়ে এতদিন পর মুখ খুললেন। রীতিমতো দল নির্বাচকদের ওপর বিস্ফোরক মন্তব্য পেশ করলেন হরভজন সিং। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। এর কারণ হিসেবে টিম নির্বাচকরা বলেছিলেন, যুজবেন্দ্র চাহাল অনেক স্লো বল করেন যেটি আরবের মত দেশের পিচে কার্যকারী হবে না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যুজবেন্দ্র চাহালের পরিবর্তে দল নির্বাচকরা সুযোগ দেন রহুল চাহারকে। যা নিয়ে রীতিমতো ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল।
এবার ভারতীয় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সেই প্রসঙ্গ টেনে দল নির্বাচকদের তুলোধোনা করলেন। তিনি তার মন্তব্যে বলেন, আরব আমিরাতের পিচে কে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে? রহুল চাহার নাকি যুজবেন্দ্র চাহাল? যাকে বাদ দিয়ে দলে রহুল চাহার কে অন্তর্ভুক্ত করালেন সে আইপিএলের আসরে কি করলো? রহুল চাহারের স্পিড বল কতটা কার্যকরী হলো বিরোধী দলের জন্য? নাকি সেই তুলনায় যুজবেন্দ্র চাহাল অধিক সাফল্য লাভ করেছে? এমনই হাজার প্রশ্নে ভারতীয় দল নির্বাচকদের জর্জরিত করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
উল্লেখ্য, বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্পিন বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন যুজবেন্দ্র চাহাল। ভারতের পাশাপাশি বিশ্বের যে কোন দেশে তার বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তাবড় তাবড় ব্যাটসম্যান তার বলের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন। আইপিএলের দ্বিতীয় অংশে এখনো পর্যন্ত পাঁচটি উইকেট দখল করেছেন যুজবেন্দ্র চাহাল। যেখানে রহুল চাহার মাত্র একটি উইকেট দখল করেছেন। গত ম্যাচে যুজবেন্দ্র চাহালের বোলিং স্পেল ছিল ৪ ওভারে ১১ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট। যেখানে রহুল চাহার গত ম্যাচে ৩৩ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেছিলেন।
যুজবেন্দ্র চাহাল এখনো পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের একমাত্র স্পিন পথ প্রদর্শক। খেলার মিডিল ওভার গুলো একা হাতে সামলে নিচ্ছেন যুজবেন্দ্র চাহাল। অথচ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলী তাকে রিজার্ভ বেঞ্চে পর্যন্ত রাখেনি। যা রীতিমতো হতাশ করেছে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞদের। ভারতীয় স্কোয়াডে স্পিন বোলার হিসেবে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তী, রহুল চাহার এবং রবীচন্দ্রন অশ্বিন। তাছাড়া অলরাউন্ডার স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা।
