Connect with us

Cricket News

পরিবারের প্রিয় মানুষকে হারালেন জাহিরের স্ত্রী

Advertisement

অভিনেত্রী সাগরিকা ঘাটকে আর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের পরিবারে দুঃসংবাদ। ৬৪ বছর বয়সে চলে গেলেন সাগরিকার বাবা । বাবার স্মৃতির উদ্দেশ্যে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সাগরিকা। ছোটবেলার নানা সুন্দর মুহূর্তের ছবি ভেসে উঠেছে সেই নস্ট্যালজিক পোস্টটিতে। ছোটবেলায় বাবা, মা, ভাই ও তাঁদের বাড়ির পোষ্যের সঙ্গে সাহরিকার ছবিগুলি দেখলে মন জুড়িয়ে যায়।

সেই পোস্টের ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘‘বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের সঙ্গে আর কোনওদিন থাকবে না। তবে আমি জানি তুমি এখন অনেক শান্তিপূর্ণ জায়গায় আছো। আমি মারাত্মক শূন্যতা অনুভব করছি, যা আর কোনওদিন পূর্ণ হবে না। অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে এত সাহসী করে গড়ে তোলার জন্য। লভ ইউ লট ড্যাডি। তোমাকে ভীষণ মিস করছি।

সাগরিকার এই পোস্টের পরেই একের পর এক তারকারা শোকজ্ঞাপন করতে শুরু করেন। অনেকেই দুঃখপ্রকাশ করেন। যুবরাজ সিংয়ের স্ত্রী হেজেল কিচ লেখেন ‘‘আই অ্যাম সো সরি ফর ইওর লস।’’ অভিনেত্রী বিদ্যা মালভেদ যিনি ‘চক দে ইন্ডিয়া’য় সাগরিকার কো-স্টার ছিলেন, তিনি লেখেন, ‘‘ইয়েস মাই লভ….তুমি খুব স্ট্রং আর সাহসী। তোমার জন্য অনেক ভালবাসা আর প্রার্থনা রইল।’’

Advertisement

#Trending

More in Cricket News