
টলিউড আর ঢালিউডের মিষ্টি নায়িকা নুসরত ফারিয়া। যিনি কিনা বাংলাদেশের সিনে জগতে বেশ জনপ্রিয় নাম। এই নায়িকা টলিউডে জিৎ আর অঙ্কুশের সাথে অভিনয় করে এদেশেও বেশ জনপ্রিয়। সম্প্রতি নুসরত শেষ করলেন তাঁর নতুন ঢালিউড সিনেমা ‘বঙ্গবন্ধু’ শ্যুটিং । এ ছবিতে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন। তাকে দেখা যাবে ১৮ থেকে ২৯ বছরের শেখ হাসিনার চরিত্রে।
এছাড়া অভিনেত্রীর হাতে আছে টলিউডের দুটি কাজ। ‘বিবাহ অভিযান টু’ ও ‘ভয়’। তবে করোনা আবহে সিনেমার শ্যুটিং এর কাজ। গত বছরে অসংখ্য পুরুষ মন ভেঙে ৮ বছরের পুরনো প্রেমিক রনি রিয়াদ রশিদের সাথে চুপিসারে এনগেজমেন্ট সাড়েন। রশিদ অস্ট্রেলিয়ায় এক টেলিফোন নেটওয়ার্ক কম্পানির সিইও রনি। প্রায়শই তার সাথে নানান মুহূর্ত ধরা পড়ে সোশ্যাল মিডিয়াতে।
অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালো ভাবে সক্রিয়। প্রায়শই নানান ফটোসেশান আর রিল ভিডিও শেয়ার করে থাকেন। এছাড়া তিনি বেশ কিছু নাচের ভিডিও পোস্ট করে থাকেন৷ তাঁর পোস্ট করা ভিডিয়োতে রয়েছে বেশ কিছু শরীরচর্চার ভিডিও৷ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়ে সব সময়ই সচেতন ৷ সকালে উঠেউ তাই তো প্রতিদিন শুরু করেন এক্সারসাইজের মধ্যে দিয়েই৷ তাই তো জিমে গিয়ে এক্সারসাইজ করেন কখনো গানের তালে তালে নাচ করে তো কখনো শরীরের মেদ ঝড়াতে সব কিছুই করে থাকেন অভিনেত্রী।
সম্প্রতি নুসরত ফারিয়া নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে তাঁকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যাচ্ছে। হিপহপ নাচ করা মোটেও সহজ কাজ নয়। এর জন্য চাই সঠিক প্রশিক্ষণ আর নিখুঁত অভিজ্ঞতা। কিন্তু প্রশিক্ষণ ছাড়াই তিনি যেভাবে নেচেছেন তা বেশ প্রশংসনীয়।
BTV আনন্দমেলার রিহার্সালের আগে মনের আনন্দে এই নাচ করলেন। এই ভিডিওটি শেয়ার করে সাথে সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে পেশাগত কাজ শুরুর আগে নিজের মন ভালো করতে তিনি এই নাচ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করেন লিখেছেন হঠাৎ করেই এই নাচ। আর এই নাচ দেখে অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন।অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
