
কাজলের আদুরে বোন তানিশা মুখোপাধ্যায়। ২০০৩ সালে ‘Sssshhh…’ হিন্দি সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন তানিশা। এছাড়া নীল অ্যান নিকি, সরকার, ট্যাঙ্গো চার্লি এবং ওয়ান টু থ্রি-র মতো ছবিতে অভিনয় করেছেন তানিশা। এছাড়া বিগ বসের ৭ নম্বর সিজেনে আসর জমিয়েছিলেন তানিশা। মা তনুজা, জামাইবাবু অজয় আর দিদি কাজল, রানি চারজনেই সিনে দুনিয়ার জনপ্রিয় হলেও অভিনয় জগতে নিজের জায়গা পাকা করতে পারেননি তানিশা।
বরং কাজল ও রানির ছোট বোন হিসেবেই বলিউডে বেশি পরিচিত তানিশা। তবে এবারে ফের চর্চায় এলেন অভিনেত্রী। তানিশা জানান, মা হওয়ার জন্য তিনি ডিম্বানু সংরক্ষণ করে রেখেছেন। না আজ নয় চার বছর আগেই ডিম্বাণু সংরক্ষিত রেখেছিলেন তানিশা মুখোপাধ্যায়। ইচ্ছা ছিল সঠিক সময়ে সন্তান ধারন করবেন। কিন্তু এখন আর সে ইচ্ছা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি বিষ্ফোরক তথ্য দিলেন তাও চার বছর পর এসে এই ঘটনা ফাঁস করলেন তিনি।
৩৯ বছর বয়সে এই ডিম্বাণু সংরক্ষণের কাজ সেরে রেখেছেন তিনি। ভবিষ্যতে কখনো মা হওয়ার ইচ্ছে হয় তাহলেহতে পারবেন বলে জানিয়েছেন। তবে ৩৩ বছর বয়সেই ডিম্বানু সংরক্ষণের কথা জানিয়েছেন। কিন্তু চিকিৎসক সেই সময় তাঁকে এই কাজ করতে বারণ করেছিলেন। তিনি আরো বলেছেন, চিকিৎসক তাঁকে পরামর্শ দেন, একজন মহিলার শুধুমাত্র সন্তান জন্মানোর আশা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ এই পদ্ধতি না করানোই ভাল।
পাশাপাশি তিনি জানান, একজন সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নারীর ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে। ৩৯ তম জন্মদিনে তিনি ঠিক করেন, তাঁর কোনও সন্তান নেই। তাই এই বিষয়টা অভিনেত্রীর মাথার মধ্যে ঘুরছিল। কয়েক জনের পরামর্শ নিয়ে ৩৯ বছর বয়সে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেন। এই প্রক্রিয়া চালাকালীন অভিনেত্রীর অনেক ওজন বৃদ্ধি হয়েছিল। শরীরের মধ্যে অনেকটা প্রোজেস্টেরন প্রবেশ করানো হয়।
অভিনেত্রী এও বলেন এই প্রসেসে শুধুমাত্র ওজন বৃ্দ্ধি নয়, সাথে গোলগাল, জৌলুসপূর্ণ এবং আরো সুন্দর করে তোলে এক নারীকে। তাঁর অন্তঃসত্ত্বা মহিলাদের খুব পছন্দ। কারণ এই সময় মাতৃত্বের আভার পাশাপাশি জীবনের খুব সুন্দর মুহূর্তর মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেন। ডিম্বাণু সংরক্ষণ করতে পেরে তিনি খুব খুশি। এও বলেন এখন তাঁর বয়স ৪৩। কিন্তু এখন আর সন্তান ধারন করতে চান না অভিনেত্রী। এখন তিনি নিজের মতো করে জীবন উপভোগ করতে চান।
