Connect with us

Indian Cricket Team

অ্যান্ড্রু ফ্লিনটফের বাউন্সারে আহত ধোনি! পরের বলে দিলেন যোগ্য জবাব, দেখুন ভিডিও

  • by

Advertisement

ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার শান্ত স্বভাবের জন্য সর্বদা আলোচিত হন গণমাধ্যমে। এমনকি বিরোধী দলের খেলোয়াড়রা ও তাকে শান্ত মনোভাবের জন্য প্রশংসিত করেছেন বহুবার। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপের পর অবসর নিয়েছেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই অধিনায়ক। বর্তমানে তিনি শুধু চেন্নাই সুপার কিংসের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে থাকেন। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের প্রথম দিকের ঘটনা এটি, চলুন জেনে নেওয়া যাক-

২০০০ সাল, মহেন্দ্র সিং ধোনি তখন ভারতের বিভিন্ন ঘরোয়া ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। সর্বত্রই তার ব্যাটিং করার স্টাইল আলোচিত হচ্ছে। এই সময় ভারতীয় দলে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান উইকেট কিপারের প্রয়োজন দেখা দেয়। ভারতীয় জাতীয় দলে সুযোগ পান লম্বা চুলের অধিকারী মহেন্দ্র সিং ধোনি। ২০০৬ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করছিলেন মহেন্দ্র সিং ধোনি, সাথে ছিলেন রাহুল দ্রাবিড়।

খেলা চলাকালীন বিপরীত দলের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের দ্রুতগতিতে করা একটি বাউন্সার মহেন্দ্র সিং ধোনির হেলমেটে এসে আঘাত করে। বলটি এতই দ্রুতগতির ছিল যে, মহেন্দ্র সিং ধোনির মাথা থেকে হেলমেটটি খুলে নিচে পড়ে যায়। এ নিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ মজা করেন। মহেন্দ্র সিং ধোনি ঠিক তারপরের বলে পুল শটে বাউন্ডারি মারেন। যেটা ছিল তাকে ব্যঙ্গ করার যোগ্য জবাব। অন্যদিকে দাঁড়িয়ে থাকা রাহুল দ্রাবিড় মহেন্দ্র সিং ধোনিকে উৎসাহ দেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৩৫০ টি ওডিআই, ৯০টি টেস্ট ম্যাচ ও ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement

#Trending

More in Indian Cricket Team