
করোনার প্রভাব বাড়তে থাকায় যেমন বন্ধ করতে হয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগের বাকি খেলাগুলো, ঠিক তেমনি পাকিস্তান ইংল্যান্ডের সিরিজের মধ্যে করোনার প্রভাব দেখা দিয়েছে বলে জুনিয়ার প্লেয়ার কে নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। যদিও তারা প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে পরাজিত করে সিরিজে (১-০) তে এগিয়ে রয়েছে। এবার সেই করোনার প্রভাব পড়তে দেখা গেল শ্রীলংকান শিবিরে।
চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা ভারত শ্রীলংকার মধ্যে ৩টি একদিবসীয় ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সেজন্য ইতিমধ্যে শেখর ধাওয়ান এর নেতৃত্বে ভারতীয় জুনিয়র টিম শ্রীলংকার কলম্বোতে পৌঁছেছে। কলম্বো স্টেডিয়ামে ১৩ তারিখ প্রথম ম্যাচের বল মাটিতে গড়ানোর কথা। এরইমধ্যে করোনা হানা দিয়েছে শ্রীলংকান শিবিরে। সূত্রের খবর, শ্রীলঙ্কার প্রধান ব্যাটিং কোচ ফ্লাওয়ার করোনাক্রান্ত। শ্রীলঙ্কান ক্রিকেট কন্ট্রোল বোর্ড একথা টুইট বার্তায় পরিষ্কার করেছে। এমত অবস্থায় ভারত শ্রীলঙ্কা সিরিজ অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা সঠিকভাবে জানা যায়নি।
ফ্লাওয়ার করোনা আক্রান্ত হওয়ায় অস্বস্তিতে পড়েছে টিম শ্রীলংকা। চিন্তায় রয়েছে রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা ভারতীয় দলও। সূত্রের খবর, ইংল্যান্ড থেকে শ্রীলংকা ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ফ্লাওয়ার। শ্রীলংকান শিবির এক বিবৃতিতে জানায়, ইতিমধ্যে ফ্লাওয়ার কে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও তার উপসর্গ অত্যন্ত মৃদু। ফ্লাওয়ার ছাড়া টিমের অন্য কোন সদস্য করোনা আক্রান্ত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই ভারত-শ্রীলংকার মধ্যকার সিরিজ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলা যায়।
