
ভারতীয় জুনিয়র ক্রিকেট দল শেখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে আছে। প্রধান কোচ হিসেবে নিয়োজিত আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ভারত সেখানে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবেন। ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে জয় লাভ করে ভারত ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত শ্বাসরুদ্ধকর জয় পায়। হেরে যাওয়া ম্যাচকে পুনরুদ্ধার করে ম্যাচের নায়ক হন দীপক চাহার। বীরেন্দ্র শেওয়াগ বলেন, মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে ম্যাচ শেষ করতেন আর বর্তমানে দীপক চাহার চার মেরে ম্যাচ শেষ করল।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করতে সক্ষম হয়। জবাবে ভারত ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে। কিন্তু তৃতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান পৃথ্বী শ। তারপর থেকে শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। শ্রীলঙ্কার বোলারদের সম্মুখে একে একে দিতে থাকে নিজেদের উইকেট। ১৯৩ রানে ভারত ৭ উইকেট হারিয়ে ফেলে। সেই সময় অষ্টম জুটিতে এক অনবদ্য ইনিংস উপহার দেন দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার। তাদের দুজনের পার্টনারশিপে ৮৪ রান যোগ হয় ভারতের খাতায়।
মূলত দীপক চাহার এর রানের উপর ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে। বীরেন্দ্র শেওয়াগ বলেন, দীপক চাহার পরবর্তীতে ভারতের একজন উল্লেখযোগ্য অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বলের সাথে সাথে দুর্দান্ত ব্যাটিংও যে করতে পারে সেটিও দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে। দ্বিতীয় একদিনের ম্যাচে দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমারের জুটি ছিল দেখার মতো। তাই ভারত যে আর একজন সেরা অলরাউন্ডার পেতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।
