
ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে যেখানে ওয়ানডে সিরিজ, টি-২০ সিরিজের পর ৪ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ হয়ে গেছে, যার ফলাফল ১-১। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। আগামীকাল থেকে সিডনির মাঠে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ম্যাচ। সিডনি যাওয়ার আগে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের কোভিড টেস্ট হয়েছে। যার কথা বিসিসিআই জানিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার জানিয়েছে যে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড় আর দলের সমস্ত সহযোগী স্টাফদের কোভিড-১৯ টেস্ট হয়েছে। বিসিসিআই দ্বারা প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সমস্ত খেলোয়াড় আর সহযোগী স্টাফেদের পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। বিসিসিআই খেলোয়াড়দের আর সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা নিয়ে যে বয়ান দিয়েছে তাতে বলেছে যে, “ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আর সাপোর্ট স্টাফ সদস্যদের তিন জানুয়ারী ২০২১ এ কোভিড-১৯ এর জন্য আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল আর সমস্ত পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।”
এদিকে তৃতীয় টেস্টে প্রথম একাদশে ফিরেছেন রোহিত শর্মা। হিটম্যানকে স্বাগত জানিয়েছে টিম ইন্ডিয়া। ভিভিএস লক্ষণ আবার ভবিষৎবাণী করেছেন সিডনি টেস্টে রোহিত শতরান করবেন। ফলে তৃতীয় টেস্ট শুরুর আগে যথেষ্ট উত্তেজনা দুই শিবিরেই। এখন দেখার সিডনিতে কোন দল জিতে সিরিজে এগিয়ে যেতে পারে।
