
ভারত শ্রীলংকা সিরিজের প্রথম ওডিআই ম্যাচে এমনই ঘটনা ঘটলো। ম্যাচ চলাকালীন ভারতীয় বোলার ক্রুনাল পান্ডেয়া জড়িয়ে ধরলেন চারিথ আসালঙ্কাকে। ভারত আজ শেখর ধাওয়ান এর নেতৃত্বে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেছে শ্রীলংকার বিরুদ্ধে। শ্রীলংকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে তারা ৯ উইকেটের বিনিময়ে ২৬২ রান করতে সক্ষম হয়। বর্তমানে ভারত সেই রানের তাড়া করছে।
ম্যাচের ২২ তম ওভারে ক্রুনাল পান্ডেয়া বল করতে এসে দুর্দান্ত ফিল্ডিং করেন। নন স্টাইক এ দাঁড়িয়ে থাকা চারিথ আসালঙ্কার পায়ের কাছ থেকে বলটি সেভ করেন ক্রুনাল পান্ডেয়া। তিনি বলটি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে হঠাৎই চারিথ আসালঙ্কাকে জড়িয়ে ধরেন। যেটা ইতিমধ্যেই দৃষ্টি কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ক্রুনাল পান্ডেয়া তার নির্ধারিত ১০ ওভারে ২৬ রানের বিনিময়ে শ্রীলংকার ধনঞ্জযয়া ডি সিলভার মূল্যবান উইকেটটি তুলে নেন।
ক্রুনাল পান্ডেয়ার এই আচরণে হতবাক সমস্ত ক্রিকেটাররা। হঠাৎ তিনি কেন শ্রীলংকান ব্যাটসম্যান
চারিথ আসালঙ্কাকে জড়িয়ে ধরলেন সেটাই সবার প্রশ্ন। এর আগেও ভারতীয় ক্রিকেটাররা এমন ধরনের অনেক আচরণ করেছে যা মাঠের বাইরে বসে থাকা ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়েছে। বর্তমানে ভারতীয় দল শ্রীলংকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১০৮ রান করেছে। ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ দুরন্ত ইনিংস খেলেছেন। তিনি ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন।
Upholding the Spirit of Cricket! 😌
Lovely gesture by Krunal 👏🏽Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! 📺#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #KrunalPandya pic.twitter.com/REg3TB2Yu9
— Sony Sports (@SonySportsIndia) July 18, 2021
