Connect with us

Indian Cricket Team

সিডনিতে ইতিহাস তৈরি করলেন পন্থ, ছাপিয়ে গেলেন‌ সব কিংবদন্তিকে

Advertisement

সিডনিতে তৃতীয় টেস্টের শুরুতে অনেকেই ঋষভ পন্থকে দোষারোপ করেছিলেন যেভাবে তিনি উইল পুকোভস্কির দুটি ক্যাচ মিস করেন, তাতে প্রশ্ন উঠেছিল তার উইকেটকিপিং স্কিল নিয়ে। প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের বলে, আর তারপর মহম্মদ সিরাজের বলে নবাগত ওপেনারের ক্যাচ মিস করেছিলেন ঋষভ। এই ঘটনার পর ক্রিকেট বিশ্বে প্রচন্ড সমালোচিত হয়েছিলেন ঋষভ পন্থ।

কিন্তু এই ঋষভ পন্থই আবার এমন একটা রেকর্ড করলেন যে রেকর্ডটা কারোর নেই। ঋষভ পন্থ তখন ২৬ রানে ব্যাট করছিলেন। তখনই রেকর্ডটা করলেন তিনি। ক্রিকেট ইতিহাসের প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর নয়টি ইনিংসে ২৫ এর বেশি রান করার নজির গড়লেন ঋষভ পন্থ। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে আটটি ইনিংসে পরপর ২৫ এর বেশি রান করার রেকর্ড ছিল কিংবদন্তী ইংরেজ ক্রিকেটার ওয়ালি হ্যামন্ড, উইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস এবং প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রুসি সুরতির। আর এবার এই কিংবদন্তীদের টপকে গেলেন ঋষভ পন্থ।

শেষপর্যন্ত তিনি আউট হন ৬৭ বলে ৩৬ রান করে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে। এই রান করতে তিনি মারেন ৪টি বাউন্ডারি।

Advertisement

#Trending

More in Indian Cricket Team