
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৯৬/২। অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে ২৪২ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
সিডনিতে বৃষ্টির জন্য প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৬৬/২। সেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর গিয়ে থামল ৩৩৮ রানে। ভারতীয় বোলাররা বিশেষত রবীন্দ্র জাদেজা স্পিন জাদু না দেখালে আরো বেশি রান করতে পারত তারা। অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের যখন পতন হয় তখন তাদের স্কোর ছিল ২০৬। টেস্ট ক্রিকেটের পঞ্চম শতরানের খুব কাছে এসেও ১৯৬ বলে ৯১ করে আউট হন লাবুশেন। তার আউটের পর স্টিভ স্মিথ একদিকে লড়াই করে গেলেও বাকী ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা সম্ভব হচ্ছিল না। ২৭৮ রানে দলের ৭ উইকেটের পতনের পর ৩২ রানের পার্টনারশিপ করেন মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথ। এরপর ৩০ বলে ২৪ করে আউট হন স্টার্ক। স্মিথ এরমধ্যে টেস্ট ক্রিকেটে তার ২৭ তম শতরান করে ফেলেন। শেষ ব্যাটসম্যান হিসাবে ১৩৮ রান করে আউট হন তিনি। রবীন্দ্র জাদেজার ডাইরেক্ট থ্রো তে ৩৩৮ রানে শেষ হয় অজিদের ইনিংস। ২২৬ বলে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৩১ রানের দর্শনীয় ইনিংস খেলে সবাইকে মুগ্দ্ধ করেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন রবীন্দ্র জাদেজা। ১৮ ওভারে ৬২ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি। ২টি করে উইকেট পান যশপ্রীত বুমরাহ ও নবদীপ সাইনি। ১টি উইকেট পান মহম্মদ সিরাজ।
জবাবে রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৯৬/২। শুভমান গিল করেন ৫০ রান। ২৬ রান করেন রোহিত শর্মা। চেতেশ্বর পূজারা ৯ রানে ও অধিনায়ক অজিঙ্কে রাহানে ৫ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
