Connect with us

International Cricket

‘সাইলেন্ট কিলার’ মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ঘোষণা

Advertisement

হ্যাঁ, বাংলাদেশী অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গতকাল সংবাদ মাধ্যমে তিনি তার অবসরের কথা ঘোষণা করেন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচে অপরাজিত ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন মহমুদুল্লাহ রিয়াদ। তারপরেই তার এই হৃদয়বিদারক ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশ মতো নিজের পজিশন ছেড়ে ছয় কিংবা সাত নম্বর পজিশনে ব্যাট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের লাস্ট পজিশনে হাই হিটার না থাকায় মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ক্যারিয়ারের দিকে লক্ষ্য না করে সেই কাজটি করে গেছেন নির্দ্বিধায়।

এমনই হাই হিটার ব্যাটসম্যান এত অল্প বয়সে অবসরের ঘোষণা করে হতবাক করে দিল বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের। তিনি নিঃশব্দে এসে লাস্ট কয়েকটা ওভার খেলে বাংলাদেশ দলকে পৌঁছে দিতেন ভালো একটি পজিশনে। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দলের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার। এছাড়া অধিনায়কত্ব করেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের হয়ে।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে প্রথম বিশ্বকাপে শতরান করার গৌরব অর্জন করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ৫০ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৬৪ রান করেছেন। এর মধ্যে তিনি ৫ টি সেঞ্চুরি ও ১৬ টি হাফ সেঞ্চুরি করেছেন। তার জীবনের সর্বাধিক রানটি আসে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তিনি অপরাজিত ১৫০* রানের ইনিংস উপহার দিয়েছেন বাংলাদেশ দলকে। তার এই অবসরের ঘোষণায় মর্মাহত বাংলাদেশি ক্রিকেটমহল। সাইলেন্ট কিলার যেন নিজের কাজটি করে নিরবে চলে গেলেন। যেন এটিই তার চিরাচরিত বৈশিষ্ট্য।

Advertisement

#Trending

More in International Cricket