
পাকিস্তানি প্রাক্তন ফার্স্ট-বোলার ওয়াসিম আকরাম(Wasim Akram) বেছে নিলেন তার পছন্দের চারটে টিমকে আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য। তার পছন্দের তালিকায় জায়গা পেল না নিজের দেশ পাকিস্তান। প্রায় পাঁচ বছর পর চলতি মৌসুমে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। আয়োজক দেশ ভারত হলেও করোনা মহামারীর জন্য খেলাটি স্থানান্তরিত করা হবে UAE তে। মরুভূমির দেশে হতে চলেছে কুড়ি ওভারের লড়াই।
টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে ঘিরে ইতিমধ্যে যুদ্ধের দাবানল জ্বলে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তারই মধ্যে পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম প্রকাশ করলেন তার পছন্দের চারটি টিমের নাম। কিন্তু তিনি তার পছন্দের তালিকা থেকে বাদ দিয়েছেন নিজের দেশ পাকিস্তান কে। ওয়াসিম আকরাম তার পছন্দের তালিকায় সবার প্রথমে রেখেছে ভারতকে। তিনি বলেন, ভারত নির্ভীকভাবে টি-টোয়েন্টি খেলে। এজন্য আমার পছন্দের তালিকার প্রথমে রয়েছে ভারত।
পছন্দের দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন নিউজিল্যান্ড টিম কে এবং তৃতীয় স্থানে রেখেছেন টিম অস্ট্রেলিয়াকে। ওয়াসিম আকরামের শেষ পছন্দের টিমটি একটু আলাদা। রাঙ্কিং-এ দশম পজিশনে থাকা ওয়েস্ট ইন্ডিজকে তিনি তার ফেভারিট টিমের মধ্যে রেখেছেন। তিনি বলেন ওরা যখন-তখন জ্বলে উঠতে পারে। একজনেরই পুরো ইনিংস শেষ করার ক্ষমতা আছে ওদের। তাই আমার পছন্দের তালিকায় অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ থাকবে। পাক্ সুইং মাস্টার ওয়াসিম আকরামের পছন্দের চারটি টিম দেখে হতবাক হয়েছে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।
