
IPL ২০২২-এর সবচেয়ে দীর্ঘ ছক্কাটি মারলেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান লিভিংস্টোন। আকাশচুম্বী এই ছক্কা অতিক্রম করেছে ১০৮ মিটার দীর্ঘ পথ। গতকাল পাঞ্জাব কিংস ২২ গজের লড়াইয়ে নেমেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যেখানে ৫৪ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। যার সুবাদে পাঞ্জাব কিংস এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। যদিও শুরুটা মনঃপুত হয়নি পাঞ্জাবের জন্য। অধিনায়ক মায়ানক আগারওয়াল মাত্র ৪ এবং রাজাপাকসে ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন।
এরপর ব্যাট হাতে মাঠে নামেন লিভিংস্টোন। পাঞ্জাব কিংসের মহা-বিপদে ব্যাট হাতে রুখে দাঁড়ান তিনি। মাত্র ৩২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন। এরমধ্যে ইনিংসের পঞ্চম ওভারে চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরীর প্রথম বলেই মিড-উইকেটের দিকে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকান লিভিংস্টোন। এটি এখন পর্যন্ত এই মরশুমের দীর্ঘতম ছক্কা। লিভিংস্টোন এখানেই থেমে থাকেননি। এই ওভারে তিনি তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে মোট ২৬ রান করেন।
Liam Livingston hits 108m six #livingston #PBKSvCSK pic.twitter.com/9KPVCL9jch
— Trending Cric Zone (@rishabhgautam81) April 3, 2022
মিডল অর্ডারে লিভিংস্টোনের ঝড়ো ইনিংস পাঞ্জাব কিংসকে পৌঁছে দেয় ১৮০ রানে। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে পুরোপুরি ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংস। প্রথম পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। সপ্তম জুটিতে শিভাম দুবে এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে সবচেয়ে লম্বা পার্টনারশিপ তৈরি হয় চেন্নাইয়ের জন্য। শিভাম দুবে ব্যক্তিগত ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনি ব্যক্তিগত ২৩ রান যুক্ত করেন দলের খাতায়। ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস মাত্র ১২৬ রান করতে সক্ষম হয়।
