
গতকাল চলতি আইপিএলের সবচেয়ে দীর্ঘতম ছক্কাটি হাঁকিয়েছেন লিভিংস্টোন। ১১৭ মিটারের লম্বা ছক্কা হাঁকিয়ে রীতিমতো তাক লাগিয়েছেন লিভিংস্টোন। এই নিয়ে চলতি আইপিএলের মোট তিনবার শত মিটারের অধিক লম্বা ছক্কা হাঁকালেন লিভিংস্টোন। গতকাল গুজরাটের বিপক্ষে খেলতে নেমে চলতি আইপিএলে সবচেয়ে দীর্ঘতম ছক্কাটি মারেন তিনি। মোহাম্মদ সামির বলেন আকাশচুম্বী ছক্কার ভিডিও রীতিমতো জনপ্রিয়তা লাভ করেছে সোশ্যাল মিডিয়ায়। চলতি আইপিএলে প্রথমে ১০৮, ১০৫ এবং পরে ১১৭ মিটারের ছক্কা হাঁকিয়েছেন তিনি।
তবে সর্বাধিক লম্বা ছক্কা হাঁকানোর তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন লিভিংস্টোন। আইপিএলের ইতিহাসে ১২৫ মিটারের লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন অ্যালবি মরকেল। ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমার আবার ১২৪ মিটারের লম্বা ছয় মেরেছিলেন। অ্যাডাম গিলক্রিস্ট ১২২ মিটার, রবিন উত্থাপ্পা ১২০ মিটার, ক্রিস গেইল, যুবরাজ সিং এবং রস টেলর ১১৯ মিটারের ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। গৌতম গম্ভীর, বেন কাটিং এবং লিভিংস্টোন রয়েছেন তারপরে। তিনজনেই হাঁকিয়েছেন ১১৭ মিটারের লম্বা ছক্কা।
গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স। তবে ধারাবাহিক ভাবে উইকেটের পতনের ফলে পাঞ্জাবের সামনে লম্বা লক্ষ্যমাত্রা স্থির করতে পারেনি গুজরাট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে তারা ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। ১৪৪ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পঞ্জাব কিংস ১৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ইনিংসের ১৬ তম ওভারে মোহাম্মদ সামির প্রথম বলেন ১১৭ মিটারের আকাশচুম্বী ছক্কা মারেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে সামির ৬টি বলে লিভিংস্টোন সংগ্রহ করেন যথাক্রমে ৬, ৬, ৬, ৪, ২ ও ৪ রান। সুতরাং এক ওভারে ২৮ রান তোলেন লিয়াম।
