Connect with us

Cricket News

MS Dhoni: ১৪ বছর আইপিএল-এ অধিনায়ক, কী কী রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামে?

Advertisement

আইপিএলের মেগা শুরু হওয়ার দুই দিন আগে হঠাৎই নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার স্থানে চেন্নাই সুপার কিংসের নতুন নেতা এখন রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, মেগা অকশনের পূর্বে রবীন্দ্র জাদেজাকে ১৬ কোটি টাকা মূল্যে দলে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস। তখনই অবশ্য বিষয়টি স্পষ্ট ছিল যে, মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে চেন্নাই সুপার কিংস জাদেজাকে দেখছে। দীর্ঘ একযুগ ধরে চেন্নাই সুপার কিংস এবং দুই বছর রাইজিং পুনের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এক নজরে দেখে নিন, কোন কোন রেকর্ড গুলো রয়েছে তার নামে?

অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব: আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার তিনি একটি ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলের ইতিহাসে যে রেকর্ড নেই অন্য কোন অধিনায়কের।

সর্বাধিক ম্যাচে জয়: শুধুমাত্র নেতৃত্ব দিয়ে সন্তুষ্ট থাকেননি মহেন্দ্র সিং ধোনি। জয়ের নিরিখে সবার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০৪ ম্যাচের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ১২১টি ম্যাচে জিতেছে। হেরেছে ৮২টি ম্যাচ। ১টি ম্যাচের কোনও ফল হয়নি।

সর্বাধিক বার কোয়ালিফাই এবং ফাইনাল: ভাবতে অবাক লাগলেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস সর্বাধিক বার আইপিএল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ১২ বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ১১ বার দলকে প্লে-অফে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যার মধ্যে সর্বাধিক ৯ বার ফাইনাল খেলেছে তার দল।

Advertisement

#Trending

More in Cricket News