
ডিফেন্ডিং চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে ইতিমধ্যে হারের হ্যাটট্রিক করে ফেলেছে। টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারেও ভাঙ্গন চেন্নাই সুপার কিংসকে চলতি আইপিএলে একেবারে ব্যাকফুটে ঠেলেছে। পরপর তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে দশে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঠিক কি কারণে ঘুরে দাঁড়াতে পারছে না চেন্নাই সুপার কিংস? প্রশ্ন উঠতেই বেরিয়ে এল একাধিক কারণ। যার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হল ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ চেন্নাই সুপার কিংসের তাবড় তাবড় ব্যাটসম্যানরা।
গতবার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যর্থতা সর্বাধিক। এখনো পর্যন্ত চলতি আইপিএলে খেলে ফেলেছেন তিনটি ম্যাচ। সর্বসাকুল্যে রান করেছেন মাত্র দুই। বিষয়টি রীতিমতো হতাশার হলেও তার ওপর এখনো আত্মবিশ্বাসী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানের খাতা খুলে প্যাভিলিয়নে ফিরে ছিলেন ঋতুরাজ। এরপর অবশ্য পাঞ্জাব কিংস এবং লখনউ-এর বিরুদ্ধে ফলাফল ছিল একই। পরপর দুই দলের বিরুদ্ধে ব্যক্তিগত ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়।
এরপর অবশ্য সংবাদমাধ্যমের হেডলাইন জুড়ে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে ভারতীয় এই তরুণ ক্রিকেটারকে নিয়ে। তবে এতকিছুর পরেও ধৈর্য হারা হতে রাজি নন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। তিনি এখনও ভরসা রাখতে চান ঋতুরাজ গায়কোয়াড়ের উপর। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজা বলেন, ও এখনও তরুণ ক্রিকেটার। ওকে আরও সময় দিতে হবে পরিস্ফুটিত হওয়ার জন্য। নিশ্চয়ই ও ঘুরে দাঁড়াবে। আর কিভাবে ও ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়ে যত সম্ভব সাপোর্ট দেব আমরা।
