
আজ আইপিএলের পঞ্চদশ তম আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ গজের লড়াইয়ে নামবে শ্রেয়াস আইয়ার এন্ড কোম্পানি। শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে কলকাতাকে। অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্স নামে দুই বিকল্প অনুপস্থিত থাকবেন কলকাতার প্রথম পাঁচটি ম্যাচে। বলতে গেলে গ্রুপ পর্যায়ের প্রায় অর্ধেক ম্যাচে তারকা ক্রিকেটার বিহীন খেলতে হবে কলকাতাকে। শক্তিশালী চেন্নাইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য শক্তিশালী একাদশ? চলুন দেখে নেওয়া যাক-
ওপেনার: ওপেনার হিসেবে শ্রেয়াসের প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া তার সঙ্গ দিতে পারেন ভারতের টেস্ট দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। আপনাদের জানিয়ে রাখি, গত বছর আইপিএলে ভারতীয় এই অলরাউন্ডার (ভেঙ্কটেশ) বিধ্বংসী ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। অন্যদিকে, মেগা নিলাম থেকে বেসিক মূল্যে অজিঙ্কা রাহানে কে ধরে রেখেছে কলকাতা।
মিডল অর্ডার: মিডল অর্ডারে একাধিক ভারতীয় ক্রিকেটারের সমষ্টি দেখা যেতে পারে কলকাতা শিবিরে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামতে পারেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং চতুর্থ বিকল্প হিসেবে থাকবেন নিতিশ রানা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন স্যাম বিলিংস।
অলরাউন্ডার/স্পিনার: অলরাউন্ডার হিসেবে কলকাতা শিবিরে একাধিক বিকল্প থাকলেও চেন্নাই কিংসের মত শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন আন্দ্রে রাসেল। এছাড়া স্পিনার অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে থাকবেন সুনীল নারাইন এবং মোহাম্মদ নবী। শুধুমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে থাকতে পারেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী।
পেসার: এই তালিকায় অবশ্য তেমন কোনো বিকল্প নেই কলকাতা হাতে। প্যাট কামিন্স বিহীন কলকাতা নাইট রাইডার্স শিভম মাভি এবং উমেশ যাদবের হাত ধরতে পারে।
কলকাতার সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, সুনিল নারাইন, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
