
সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে ঘরোয়া অভিষেক করার পর, অর্জুন টেন্ডুলকার আইপিএল ২০২১ নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করিয়েছেন। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তাঁর বেস প্রাইস 20 লাখ রুপি নির্ধারণ করেছেন। বিসিসিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী – ১০৯৭ জন খেলোয়াড় আইপিএল ২০২১ খেলোয়াড় নিলামের জন্য নাম নিবন্ধন করেছে্ন। যার মধ্যে 814 ভারতীয় এবং 283 বিদেশী খেলোয়াড় রয়েছেন। 18 ফেব্রুয়ারি, 2021 চেন্নাইতে আইপিএল 2021 খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। তো, অর্জুন তেন্ডুলকরের কি নিলামকারী পাওয়ার একটা বাস্তবসম্মত সুযোগ আছে ?
হ্যাঁ, তার আইপিএল সাফল্য পাওয়ার একটা বাস্তবসম্মত সুযোগ আছে। আইপিএলে এমন কিছু দল আছে যারা ২১ বছর বয়সী এই তরুণের দিকে নজর দিতে পারে। আইপিএল নিলামে নাম নথিভুক্ত করতে হলে, একজন খেলোয়াড়কে সিনিয়র ঘরোয়া দলের জন্য অন্তত একটি ম্যাচ খেলতে হবে। সচিনপুত্র অর্জুন গত মাসের শুরুতে মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট খেলেছেন।
নিম্নলিখিত ফ্রাঞ্ছাইসিগুলি আসন্ন আইপিএলে অর্জুন টেন্ডুলকারকে টার্গেট করতে পারে।
মুম্বাই ইন্ডিয়ান্স: গতবারের চ্যাম্পিয়নরা অতীতে ঘরোয়া প্রতিভার প্রতি আস্থা দেখিয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে অর্জুনের অবশ্যই একটি ভালো সুযোগ আছে। ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের সম্ভাবনা থেকে তাঁকে দলে নিতে পারে। কোন সন্দেহ নেই, তার প্রতিভা আছে- তার শুধু আরো দিক নির্দেশনা এবং ম্যাচ টাইম প্রয়োজন। কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তিনি প্রশিক্ষণ নিয়েছেন।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনির নেতৃত্বাধীন দল ২০২০ সালে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে। এই বছর তারা ঘুরে দাড়াতে চাইবে । সিএসকে-র প্রধান কর্মকর্তা পরিষ্কার করে দিয়েছেন যে তরুণরা তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য এগিয়ে থাকবে। অর্জুন একজন বাঁ-হাতি সিমার এবং তিনি সিএসকের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: রাঙ্কে কোন বাঁ-হাতি সিমার না থাকায় আরসিবি অর্জুনকে তাদের পাশে রাখতে পারে। নেট প্রাকটিসে অর্জুন বাঁ-হাতি সিমার হিসেবে আরসিবি ব্যাটসম্যানদের প্রশিক্ষণে অনেক সাহায্য করতে পারেন।
