Connect with us

Cricket News

IPL 2022: ৫ ভারতীয় ক্রিকেটার, যারা আইপিএল ২০২২ মেগা অকশনে ১৫ কোটি টাকায় বিক্রি হতে পারেন

Advertisement

মেগা অকশনের আর মাত্র কয়েকদিন অপেক্ষা। চলতি বছরের ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে আয়োজিত হতে চলেছে মেগা অকশনের আসর। নিয়মিত প্রথা ভেঙে আসন্ন আইপিএলে থাকতে চলেছে একাধিক চমক। ৮ দলের পরিবর্তে আইপিএলের ১৫ তম আসরে মুখোমুখি হতে চলেছে ১০টি দল। আর সেই কারণে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে নবরূপে সাজাতে চলেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া উদ্যোগে একাধিক ক্রিকেটারের ভাগ্য খুলতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এক লাফে কয়েকগুণ বেশি মূল্যে বিক্রি হতে পারেন এইসব ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক, এমন পাঁচজন ভারতীয় ক্রিকেটার সম্পর্কে-

৫. রবীচন্দ্রন অশ্বিন: আইপিএলে নিজের ক্যারিয়ারের ১৫০ উইকেট থেকে মাত্র ৫ উইকেট পিছিয়ে রয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। বল হাতে আইপিএলের আসরে দূর্দন্ত সাফল্য পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ৬.১৯ ইকোনমি রেটে এখনো পর্যন্ত ১৪৫ উইকেট দখল করেছেন তিনি। বিগত মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। শেষ মুহূর্তে ব্যাট হাতে লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের। আসন্ন মেগা অকশনে আকাশ ছোঁয়া মূল্যে বিক্রি হতে পারেন তিনি।

৪. হার্সেল প্যাটেল: আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা তেমন না হলেও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে রীতিমতো নজর কেড়েছেন ভারতীয় পেস বোলার হার্সেল প্যাটেল। আইপিএলের বিগত মরশুমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট দখল করেছিলেন হার্সেল প্যাটেল। এক আসরে ৩২ উইকেট দখল করেছিলেন তিনি। এবার মেগা অকশনের কেন্দ্রবিন্দু থাকবেন তিনি, বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩. শ্রেয়াস আইয়ার: ইতিমধ্যে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি নেতৃত্ব দিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন শ্রেয়াস আইয়ার। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগের ২০০০+ রান সংগ্রহ করেছেন তিনি। পুরনো শিবির দিল্লি ক্যাপিটালস ছেড়ে নিলামে নাম লিখিয়েছেন শ্রেয়াস আইয়ার। আসন্ন মেগা অকশনে আকাশছোঁয়া মূল্যে বিক্রি হবেন শ্রেয়াস আইয়ার, ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

২. যুজবেন্দ্র চাহাল: চতুর চাহাল ভারতীয় প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান আকর্ষণ। বল হাতে প্রতি মরশুমে সাফল্য পেয়েছেন তিনি। বিগত আইপিএলের আসরে ১৫ উইকেট দখল করেছিলেন চতুর চাহাল। যদিও তার পুরোনো শিবির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে রিটেন করেনি, তার পরেও আসন্ন মেগা অকশনে তার পেছনে ঝাঁপিয়ে পড়বে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

১. কে এল রাহুল: ভারতীয় ওপেনার কে এল রাহুল ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতীয় প্রিমিয়ার লিগে। ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক এই ক্রিকেটার নেতৃত্ব দিয়েও নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমীদের। পুরনো শিবির পাঞ্জাব কিংসের সাথে সম্পর্ক চুকে দিয়ে নিলামে নাম লিখিয়েছেন তিনি। তিনি যে এবারের মেগা অকশনে আকাশছোঁয়া মূল্য পাবেন তা বলে দিতে হয় না। বিগত তিন চার মরশুমে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন তিনি। তাই একজন যোগ্য নেতা এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে তাকে দলে পেতে ঝাঁপিয়ে পড়বে যেকোনো ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

#Trending

More in Cricket News