Connect with us

Cricket News

IPL 2022: আইপিএলে ৮-০, দায়িত্বজ্ঞানহীন ব্যাটসম্যানদের উপর ক্ষোভ উগরে দিলেন রোহিত শর্মা!

Advertisement

গতকাল লজ্জা নিবারণের সুযোগ থাকলেও ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতায় আবারো পরাজয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবার অধিনায়ক রোহিত শর্মা কঠোর সমালোচনা করেছেন ব্যাটসম্যানদের। উল্লেখ্য, গতকাল লখনউ সুপার জায়েন্টসের দেওয়া মাত্র ১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৩২ রান করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ রোহিত শর্মা ৩৯ এবং তিলক বর্মা ৩৮ রানের ইনিংস খেলেন। তাছাড়া আর কোন ব্যাটসম্যানের ব্যাট থেকে জয়সূচক ইনিংস আসেনি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য।

এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুম্বাইয়ের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে ক্ষুব্ধ রোহিত ব্যাটারদের দিকে আঙুল তুলে বলেন, “আমরা ঠিকঠাক বল করেছি। ব্যাটিংয়ের জন্য ভাল পিচ ছিল, তবে আমরা যথেষ্ট ভাল ব্যাট করতে পারিনি। আমাদের রান তাড়া করে ম্যাচ জেতা উচিত ছিল। এই ধরনের টার্গেট তাড়া করতে হলে পার্টনারশিপের দরকার হয়। আমরা পার্টনারশিপ গড়তে পারিনি। কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি আমরা। যার মূল্য ম্যাচে পরাজয়ের মাধ্যমে আমাদের দিতে হয়েছে।”

তবে রোহিত শর্মার এই বক্তব্য মেনে নিতে নারাজ ক্রিকেটপ্রেমীদের একাংশ। কারণ চলতি আইপিএলে অধিনায়ক হিসাবে নিজের দায়িত্ব পালন করতে পারেননি রোহিত শর্মা। লাগাতার তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া ডিম ছাড়া “সোনার হাঁস” পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাই পুরো টুর্ণামেন্টে অধিনায়ক যখন ব্যাট হাতে ব্যর্থ হন তখন বাকি ক্রিকেটারদের উপর দোষ দেওয়াটা সমুচিন মনে করছেন না ক্রিকেটপ্রেমীরা।

চলমান রত আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ গ্রুপ পর্যায়ে খেলে ফেলেছেন ৮টি ম্যাচ। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ইতিমধ্যে গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফেরা নিশ্চিত করেছে রোহিত শর্মার চ্যাম্পিয়ন দল।

Advertisement

#Trending

More in Cricket News