Connect with us

Cricket News

MI Vs RR: ৯-এর মধ্যে ৯ নাকি ধারাবাহিকতা কাটাবে মুম্বাই? কি হতে চলেছে সমীকরণ

Advertisement

চলতি আইপিএলে ইতিমধ্যে লজ্জার রেকর্ড সৃষ্টি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে প্রথম কোন দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপ পর্যায়ে টানা আট ম্যাচে পরাজিত হয়ে এই লজ্জার রেকর্ড গড়েছে। আইপিএলে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের করুণ পরিণতি রীতিমত অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ইতিমধ্যে প্লে-অফের থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আজ রাজস্থানের বিরুদ্ধে সম্মান রক্ষার খাতিরে ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ লজ্জা কাটানোর স্বার্থে ব্লু জার্সিতে মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে।

গ্রুপ পর্যায়ে আজ দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বাই। রোহিত শর্মার নেতৃত্বে এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স সবকটি ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। অন্যদিকে, শক্তিশালী রাজস্থান রয়্যালস ইতিমধ্যে ১২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে তো অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।

চলতি আইপিএলে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে যোগ দিয়েছেন দলের প্রত্যেক ক্রিকেটার। আজ গ্রুপ পর্যায়ে নিজেদের নবম ম্যাচ খেলার উদ্দেশ্যে মাঠে নামবেন রোহিত শর্মা। কি হতে চলেছে আজকের ফলাফল। ব্যর্থতার ধারাবাহিকতা নাকি প্রথম দুই পয়েন্ট। এদিকে গতকাল আইপিএলের গ্রুপ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। যেখানে কে এল রাহুলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ২০ রানের ব্যবধানে পাঞ্জাব কিংসকে পরাস্ত করেছে। উল্লেখ্য, আজ দিনের প্রথম খেলায় শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Advertisement

#Trending

More in Cricket News