
আইপিএলের মেগা আসর বর্তমানে রমরমিয়ে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ে অর্ধেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফলশ্রুতিতে পয়েন্ট টেবিল দেখলে অনেকটা নিশ্চিত হওয়া যাচ্ছে কারা পৌঁছাতে পারে প্লে-অফে। আইপিএলের ১৫ তম আসরে একাধিক নিত্য নতুন রেকর্ড নিজেদের নামে লিখেছেন ক্রিকেটাররা। যার মধ্যে নতুন রেকর্ডের তালিকায় যুজবেন্দ্র চাহালের নাম। আইপিএলের মেগা আসরে ইতিমধ্যে হ্যাটট্রিক করেছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে ২১তম সেঞ্চুরিটি রাজস্থানের বিরুদ্ধে করেছেন যুজবেন্দ্র চাহাল।
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় প্রিমিয়ার লিগের শুরু থেকে এখনো পর্যন্ত ২১ জন ক্রিকেটার হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১৫ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন মাত্র ৬ জন। অর্থাৎ বল হাতে এখনো পর্যন্ত আইপিএলে সর্বাধিক হ্যাটট্রিক করেছেন ভারতীয় ক্রিকেটাররাই। আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে পঞ্জাব কিংসের (তৎকালীর কিংস ইলেভেন পঞ্জাব) বিরুদ্ধে পর পর তিন বলে তিন উইকেট নেন তিনি।
এরপর ওই একই মরশুমে হ্যাটট্রিক করেছিলেন অমিত মিশ্র। সেই বছরই চেন্নাই সুপার কিংসের মাখায়া এনটিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ২০০৯ সালের প্রথম হ্যাটট্রিক করেন যুবরাজ সিংহ। ২০০৯ সালে ডেকান চার্জারের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই বছর আরো একবার হ্যাটট্রিক করেছিলেন যুবরাজ সিং। ২০১০ সালের প্রথম হ্যাটট্রিক করেন প্রবীণ কুমার। ২০১১ সালে অমিত মিশ্র আরও একটি হ্যাটট্রিক করেন। ২০১২ সালে রাজস্থান রয়্যালসের অজিত চাণ্ডিলা হ্যাটট্রিক করেন। ২০১৩ সালে প্রথম হ্যাটট্রিক করেন সুনীল নারাইন। সেই বছর নিজের সর্বশেষ তথা ব্যক্তিগত তৃতীয় হ্যাটট্রিক করেন অমিত মিশ্র।
২০১৪ সালে হ্যাটট্রিক নেন প্রবীণ তাম্বে। ওই বছর হ্যাটট্রিক করেন শেন ওয়াটসনও। ২০১৫ আইপিএলের আসর হ্যাটট্রিক শূন্য হলেও ২০১৬ সালে হ্যাটট্রিক করেন অক্ষর প্যাটেল। ২০১৭ সালে স্যামুয়েল বদ্রি এবং অ্যান্ড্রু টাই হ্যাটট্রিক করেন। ২০১৭ সালেই রাইজিং পুণে সুপার জায়ান্টসের জয়দেব উনাদকাট এবং ২০১৯ সালে হ্যাটট্রিক করেন স্যাম করণ। সেই বছর আরো একটি হ্যাটট্রিক করেছিলেন শ্রেয়াস গোপাল। ২০২১ সালে হার্সেল প্যাটেল এবং সর্বশেষ চলতি মরশুমে এই কৃতিত্ব অর্জন করলেন যুজবেন্দ্র চাহাল।
