
আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স চাইলেও তাদের ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলকে আর ফিরে পাবে না। কারণ নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথা অনুযায়ী দল সাজাতে মরিয়া। মেগা নিলামের আগে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ ৩ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি পেয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়ার সুযোগ কোন ভাবেই হাত ছাড়া করতে রাজি নয় নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। তাইতো সেরা ক্রিকেটারদের ধরে রাখার প্রস্তুতিতে নেমেছে নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ এবং লখনউ।
সূত্রের খবর, ইতিমধ্যে আমেদাবাদ তাদের পছন্দের তিন ক্রিকেটারকে বেছে নিয়েছে। অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিতে পারেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাথে আফগান তারকা স্পিনার রশিদ খানকে কিনতে চলেছে তারা। এছাড়া এক সময় যে তারকা ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতের অধিনায়ক ভাবা হতো সেই ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলকে দলে নিতে চলেছে আমেদাবাদ। এদিকে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে বলা হয়েছিল যে, শুভমান গিলকে দলে পেতে মেগা অকশনে সর্বোচ্চ লড়াই করবে কলকাতা শিবির। তবে কলকাতার সেই স্বপ্ন হয়তো মেগা নিলামের আগে দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে।
জানা গেছে, হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে দলের পেতে নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ ১৫ কোটি টাকা খরচ করছে। তাছাড়া রশিদ খানের পেছনে খরচ করতে চলেছে ১১ কোটি টাকা। কলকাতার তারকা শুভমান গিলের পেছনে খরচ করতে চাইছে ৭ কোটি টাকা। ইতিপূর্বে আমেদাবাদ শিবির তাদের দলের প্রধান কোচ হিসেবে আশিশ নেহরাকে নিয়োজিত করেছে। এদিকে আগামী মাসের ১২ এবং ১৩ তারিখ ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫ তম আসরের মেগা নিলাম। যা নিয়ে এখন তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে ক্রিকেট জগতে।
