Connect with us

Cricket News

Kolkata Knight Riders: চিন্তার ভাঁজ কলকাতা শিবিরে, আজকের ম্যাচে দলে নাও থাকতে পারে এই তারকা ক্রিকেটার

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগের আজকের খেলা পরস্পরের বিরোধিতা করতে নামবে শক্তিশালী দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে দিল্লি ক্যাপিটালস ১৬ পয়েন্ট করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৮ পয়েন্ট। আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরাজিত হলে সেরা চারে লড়াই থেকে এই মৌসুমের জন্য বেরিয়ে যাবে তারা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে সেরা চারে জায়গা করে নিয়েছে। আজকের দিনের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি এই দুই বিধ্বংসী দল নিজেদের পয়েন্টস টেবিলে জায়গা পরিবর্তন করতে চাইবে। আইপিএলের প্রথম অংশে অনেকটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় অংশে দুর্দান্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স।

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে মাত্র সামান্য ব্যবধানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রো রাসেল ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান। ইনিংসের ১৭ তম ওভারে বাউন্ডারি সীমানায় ৪ বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান অ্যান্ড্রো রাসেল। চোট এতটাই গুরুতর ছিল যে ম্যাচের পরবর্তী অংশে ফিল্ডিং করতে পারেননি অ্যান্ড্রো রাসেল। পরিবর্তক ফিল্ডার এসে তার স্থানে ফিল্ডিংয়ের দায়িত্ব সমালান। আইপিএলের বিগত মৌসুমগুলো দেখলে বোঝা যায় কলকাতা নাইট রাইডার্সের জন্য অ্যান্ড্রো রাসেল কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার অ্যান্ড্রো রাসেল যদি দলে ফিরতে না পারেন, সে ক্ষেত্রে বাড়তি সুযোগ পেয়ে যাবে দিল্লি ক্যাপিটালস। অ্যান্ড্রো রাসেল কলকাতা নাইট রাইডার্সের এমন একজন ক্রিকেটার যিনি ক্রিজের গভীরতা ব্যবহার করে দুর্দান্ত শট খেলতে পারেন। একা হাতে পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে অ্যান্ড্রো রাসেলের। গত ম্যাচে অ্যান্ড্রো রাসেলের চোট যদি অতিরিক্ত গম্ভীরতা পেয়ে থাকে তবে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স অনেকটা পিছিয়ে পড়বে দিল্লি ক্যাপিটালসের থেকে। ইতিমধ্যে কলকাতা শিবিরে অ্যান্ড্রো রাসেলকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। অ্যান্ড্রো রাসেল কলকাতার হয়ে মূল্যবান চার ওভার বোলিং এবং দুর্দান্ত ব্যাটিং করে থাকেন।

Advertisement

#Trending

More in Cricket News