
ইতিমধ্যে আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যার মধ্যে টানা আট ম্যাচে পরাজিত হয়েছে রোহিত শর্মার চ্যাম্পিয়ন দল। এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করেছেন। ধারাবাহিক ভাবে একাধিক ক্রিকেটার ব্যর্থ হওয়ার শর্তেও মুম্বাইয়ের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেয়েছেন। অথচ সাজঘরে বসে থাকা ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেক এখনো হলো না। তবে কি ২০২১ সালের মতো চলতি আইপিএলেও শুধুমাত্র ড্রেসিং রুমে বসে সময় কাটাবেন? প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের।
ধারাবাহিকভাবে ম্যাচ হারার পর প্রতিটি ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীরা মনে করতেন, এই ম্যাচে বুঝি তাদের প্রিয় শচীনের ছেলের অভিষেক ঘটবে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে জায়গা পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। তবে সে আশা এখন কার্যত দুরাশায় পরিণত হয়েছে। সম্ভবত গতবারের মতোই চলতি আইপিএলের মেগা আসরে শুধুমাত্র ড্রেসিং রুমে বসে সময় কাটাতে হবে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের। আপনাদের জানিয়ে রাখি, ২০২১ আইপিএলে ২০ লক্ষ টাকায় অর্জুন টেন্ডুলকারকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে একটি ম্যাচেও মাঠে নামার সৌভাগ্য হয়নি তার।
চলতি বছর মেগা নিলামের প্রথম দিনে অন্য কোন ক্রিকেটারকে দলে যুক্ত করতে আগ্রহ দেখায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দিনে সবার শেষের দিকে নাম আসে অর্জুন টেন্ডুলকারের। প্রথমেই মুম্বাই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকা বিড করে অর্জুন টেন্ডুলকারের জন্য। তবে গুজরাট টাইটান্স ২৫ লক্ষ টাকা দাম হাকাতেই ৩০ লক্ষ টাকা দর হাঁকিয়ে বসে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর অবশ্য অন্য কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। পরপর দুই মরশুমে সাজঘরে বসে সময় কাটাচ্ছেন শচীন পুত্র। আজ চলতি আইপিএলে শেষবারের মতো মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন মুম্বাইয়ের প্রথম একাদশে।
