
অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার মঈন আলী যোগ দিলেন চেন্নাই শিবিরে। ইতিপূর্বে দীপক চাহার চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন। এবার নির্ভরযোগ্য অলরাউন্ডার মঈন আলিকে দলে পেয়ে উচ্ছ্বসিত মহেন্দ্র সিং ধোনি সহ চেন্নাই সুপার কিংস। আজ সমস্ত জটিলতার ফাঁদ ছিন্ন করে চেন্নাইয়ের শিবিরের পদার্পণ করেছেন মঈন আলি।
আইপিএল ২০২২-এর মেগা নিলাম শুরু হওয়ার পূর্বে চেন্নাই সুপার কিংস তাদের নির্ভরযোগ্য ক্রিকেটার মঈন আলিকে দলে রিটেন করেছিল। চেন্নাই শিবিরের অভিজ্ঞ এই ক্রিকেটার একটি ম্যাচ পরে দলে যোগ দেওয়ার কারণ হলো কাগজ জটিলতা। ইংল্যান্ড থেকে ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সঠিক সময়ে চেন্নাই শিবিরে যোগ দিতে পারেননি কিংবদন্তি এই ক্রিকেটার। আইপিএল শুরু হওয়ার পূর্বে ভারতের মাটিতে পদার্পণ করলেও বিসিসিআইয়ের নিয়মে আবদ্ধ হয়ে পড়েন মঈন আলি।
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ণীত হয়েছিল, ভারতীয় কোন ক্রিকেটার নিজেদের শিবিরে যোগ দেওয়ার পূর্বে কমপক্ষে তিন দিন এবং বিদেশী কোন ক্রিকেটার নিজের শিবিরে যোগ দেওয়ার আগে কমপক্ষে পাঁচ দিন থাকতে হবে নিভৃত বাসে। বিসিসিআইয়ের সেই কড়া নিয়মের মধ্যে পড়ে যান মঈন আলি।
আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচে কলকাতার কাছে পরাজিত হয়ে পথচলা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির বদলে চেন্নাইয়ের নতুন নেতা হয়েছেন স্যার রবীন্দ্র জাদেজা। দীপক চাহার এবং মঈন আলিকে প্রথম একাদশে পেয়ে খেলায় আবার প্রত্যাবর্তন করবে চেন্নাই সুপার কিংস এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
