
আইপিএলের আসর হলো ক্রিকেটারদের নিত্য নতুন রেকর্ড গড়ার আসর। যেখানে প্রতিনিয়ত পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ক্রিকেটাররা। তবে আইপিএলের ইতিহাসে অনন্য নজির স্থাপন করলেন রাজস্থানের অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ইচ্ছাকৃত রিটায়ার্ড হার্ট হলেন রবীচন্দ্রন অশ্বিন। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন? এটাই এখন প্রশ্ন হাজার ক্রিকেটপ্রেমীদের।
গতকাল লখনউ-এর বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। সিমরন হেটমায়ারের অপরাজিত ৫৯ রানের বিধ্বংসী ইনিংস লড়াই করার জন্য যথেষ্ট রানের যোগান দেয় রাজস্থানের জন্য। মাঠে তখন সিমরন হেটমায়ারের সঙ্গে ব্যাটিং করছেন রবীচন্দ্রন অশ্বিন। ২৩ বল মোকাবেলা করে ২টি ছক্কার মাধ্যমে পৌঁছে গেছেন ব্যক্তিগত ২৮ রানে। তখনই রবীচন্দ্রন অশ্বিন করে বসেন এক অবাক কান্ড! হঠাৎ করে নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন অশ্বিন। অন ফিল্ড আম্পায়ারের কাছে পারমিশন নিয়ে বেরিয়ে যান মাঠের বাইরে।
পরে অবশ্য এর কারণ ব্যাখ্যা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না রাজস্থানের লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা। এর কারণ অবশ্য টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং। আজ লখনউ-এর বিরুদ্ধে সেই সুযোগ কাজে লাগাতে নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন রবীচন্দ্রন অশ্বিন। ড্রেসিংরুমে তখন রিয়ান পরাগ বসে, লম্বা ছক্কা হাঁকাতে পারদর্শী তিনি। অথচ বিগত তিনটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ জোটেনি তার। তাই ব্যাট হাতে তাকে ২২ কাপানোর সুযোগ দিতে নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন অশ্বিন।
