
গতকাল দীনেশ কার্তিকের ঝড়ো ইনিংসে ম্যাচ হাত ছাড়া হয়েছে রাজস্থানের। চলতি আইপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচ বিধ্বংসী মেজাজে জিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারেননি সঞ্জু স্যামসনের রাজস্থান। একেতো ম্যাচ পরাজয়, তার ওপর আবার বিদেশি বোলারকে হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান রয়্যালস। শুধুমাত্র কয়েকটি ম্যাচের জন্য নয়, বরং পুরো আইপিএল থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ান পেসার নেথান কুল্টার নাইল।
রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেন নেথান। সেই ম্যাচেই বল করার সময় পায়ের পেশিতে টান লাগে এই অজি বোলারের। প্রথম ম্যাচ খেলার পর চোটের জন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে পরের দু’টি ম্যাচে মাঠে নামতে পারেননি নেথান। প্রথম ম্যাচেও অবশ্য তিন ওভার বল করে ৪৮ রান দেন। এ বার পেশিতে টানের জন্য প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন তিনি। মনে করা হচ্ছে তাঁর সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ লাগবে।
আর সেই কারণে রাজস্থান নেথানকে ছেড়ে দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।
Until we meet again, NCN. 💗
Speedy recovery. 🤗#RoyalsFamily | #HallaBol | @coulta13 pic.twitter.com/XlcFUcTg5L
— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2022
নেথানকে বিদায় জানানোর মুহূর্ত নেট মাধ্যমে শেয়ার করা হয়েছে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে। যেখানে বিদায়ী বক্তব্যে তার সুস্বাস্থ্য কামনা এবং সুরক্ষিত যাত্রার কথা বলা হয়েছে রাজস্থানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সূত্রের খবর, খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এই পেস বোলার। চোট কাটিয়ে দলে ফিরতে এক মাসেরও বেশি সময় লাগবে বলে মনে করছেন ফিজিওথেরাপিস্টরা। আর সেই কারণে তাকে সুরক্ষা বলয়ের মধ্যে আটকে রাখতে চাইনি রাজস্থান। খুব শীঘ্রই তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে আইপিএলের অন্যতম সফল দল রাজস্থান।
