
কলকাতার অবহেলিত ক্রিকেটারকে নিয়ে একের পর এক ম্যাচে জয় লাভা ব্যাঙ্গালোরের। গ্রুপ পর্যায়ের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মহাকরণে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হাতছাড়া হওয়া ম্যাচ জয়ের মুখ দেখল দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে। ব্যাঙ্গালোর শিবিরের পয়সা উসুল করলেন মেগা নিলাম থেকে কেনা দীনেশ কার্তিক।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ব্যাঙ্গালোরের আহবানে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন জস বাটলার। এছাড়া সিমরন হেটমায়ার অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন।
১৭০ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে পাওয়ার প্লে শেষে একের পর এক পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। কিন্তু মেয়েটির অর্ডারে শাহনওয়াজ আহমেদ এবং দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্যাঙ্গালোর। দলের হয়ে শাহনওয়াজ আহমেদ ২৬ বলে ৪৫ এবং দীনেশ কার্তিক মাত্র ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
