
আইপিএলের গ্রুপ পর্যায়ে ২২তম ম্যাচে আজ শক্তিশালী ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে চেন্নাই সুপার কিংস শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস পরপর চারটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের দশম স্থানে অবস্থান করছে। অর্থাৎ আজ ২২ গজের মহারণে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে বদ্ধপরিকর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
আজকের ম্যাচে নিজেদের প্রথম জয় পাবে কি চেন্নাই সুপার কিংস? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্গালোর শিবিরে হার্সেল প্যাটেলের অনুপস্থিতি চেন্নাইয়ের জন্য ছোট্ট সুযোগ তৈরী করতে পারে। তবে চেন্নাইয়ের বোলারদের অত্যন্ত সচেতন ভাবে ব্যাঙ্গালোরের বিরুধ্যে বোলিং করতে হবে। বর্তমানে আইপিএলের আসরে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে ব্যাঙ্গালোর শিবিরে। বিরাট কোহলি, ডুপ্লেসিস কিংবা ম্যাক্সওয়েলের মধ্যে যে কেউ ক্রিজে দাঁড়িয়ে গেলে বিশাল রানের লক্ষ্যে লড়তে হবে চেন্নাই সুপার কিংসকে। আইপিএলের ইতিহাসে এই দুই দলের লড়াইয়ের জয়ের নিরিখে অনেক এগিয়ে রয়েছে চেন্নাই। যেখানে চেন্নাই ১৮ বার জয়লাভ করেছে সেখানে ব্যাঙ্গালোর ৯ বার।
তাছাড়া আজকের ম্যাচে ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি জ্বলে উঠলেই পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে জয়ের স্বাদ গ্রহণ করতে পারে চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, অপরাজেয় গুজরাট টাইটান্সকে গতকাল সানরাইজ হায়দ্রাবাদ ৮ উইকেটে পরাজিত করেছে। দেখে নিন কেমন হতে পারে আজকের ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী দলের শক্তিশালী একাদশ?
চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমএস ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মুকেশ চৌধুরী, ডোয়াইন প্রিটোরিয়াস / অ্যাডাম মিলনে
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের শক্তিশালী একাদশ: ফাফ ডু প্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ
