
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ২০২২ মেগা নিলামের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। গত শুক্রবার পূর্ণাঙ্গ সূচি নির্ধারিত দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, একাধিক শর্ত মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের পঞ্চদশ তম আসর!
আসন্ন মেগা নিলামে ২৭০ ক্যাপড প্লেয়ার রয়েছেন। আর ৩১২ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। সেই সঙ্গে ৪১ জন রয়েছেন অ্যাসোসিয়েট টিম থেকে। মোট ১২১৪ জন ক্রিকেটার এবার আইপিএলের মেগা নিলামে উঠতে চলেছেন। সূত্রের খবর, শুক্রবার প্লেয়ারদের এই তালিকাটি দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হয়েছে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ২০২২ আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ স্থির করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আসন্ন মেগা নিলামে ভারতীয় মুদ্রায় ৪৯ জন ক্রিকেটারের বেসপ্রাইস দুই কোটি টাকা ধার্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২ আইপিএলের নিলামের জন্য ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশি প্লেয়ারদের তালিকায় থাকা বড় নামের মধ্যে রয়েছেন আর অশ্বিন, শ্রেয়স আইয়ার, শিখর ধবন, ঈশান কিষান, সুরেশ রায়না, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফ্যাফ ডু’প্লেসি, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা ও ডোয়েন ব্র্যাভো।
এছাড়া ভারতীয় মুদ্রায় যাদের বেসপ্রাইস দেড় কোটি টাকা সেই লিস্টে রয়েছেন- অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, নাথান লিয়ন, কেন রিচার্ডসন, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম , শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান।
এক নজরে দেখে নিন, কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত টাকা রয়েছে-
