Connect with us

Cricket News

IPL 2022: শেষ মুহূর্তে বড় খবর, রায়নাকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়তে চলেছেন মহেন্দ্র সিং ধোনি!!

Advertisement

চলতি আইপিএলে যাত্রা মোটেও সুখকর হয়নি চেন্নাই সুপার কিংসের জন্য। প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্টস টেবিলের শেষের দিকে অবস্থান করছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। আজ নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের আইপিএল যাত্রা ভালো না হলেও মহেন্দ্র সিং ধোনির ব্যাট কথা বলছে চলতি আইপিএলের আসরে। বিগত দুই বছর মহেন্দ্র সিং ধোনি শান্ত থাকার পর চলতি আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে চলেছেন তিনি। এর সুবাদে আইপিএলে আরো একটি রেকর্ড গড়তে চলেছেন তিনি।

কী সেই রেকর্ড? আইপিএল-এর ইতিহাসে রায়নাকে টপকে এই বিশেষ রেকর্ড নিজের নামে লেখাতে ধোনির প্রয়োজন আর মাত্র তিনটি ছয়। আর আজকের ম্যাচে সেই কাজ করতে পারলেই সুরেশ রায়না কে পেছনে ফেলে এই জুতোতে পা গলাবেন তিনি।

এই মুহূর্তে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে ২১৭টি ছয়। এরমধ্যে  আইপিএল-এর মঞ্চে চেন্নাই-এর হয়ে মেরেছেন ১৯১টি ছয়। বাকি ২৬টি ছয় মেরেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। ফলে আর তিনটি ছয় মারলেই টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি দলের হয়ে সর্বোচ্চ ছয় হাঁকানো ক্রিকেটারদের তালিকায় তিনি উঠে আসবেন পঞ্চম স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। তিনি আরসিবি-র হয়ে ২৬৩টি ছয় মেরেছিলেন।

বিধ্বংসী ব্যাটিং করা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড (২৪৯ ছয়,মুম্বই ইন্ডিয়ান্স), তৃতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স (২৪০,আরসিবি), চতুর্থ স্থানে বিরাট কোহলি (২২৬,আরসিবি) এবং পঞ্চম স্থানে চেন্নাই সুপার কিংসের হয়ে রায়না মেরেছেন ২১৯টি ছয়। এরপরের অবস্থানে অবশ্য রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আজকের ম্যাচে ধোনির ব্যাট থেকে তিনটি ছক্কা আসলেই সুরেশ রায়নাকে পেছনে ফেলে এই তালিকার পঞ্চম স্থানে ঢুকে পড়বেন মাহি। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলের প্রথম ম্যাচ মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে ৫০ রানের ইনিংস এসেছিল। দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে মারমুখী মেজাজে ছিলেন মাহি।

Advertisement

#Trending

More in Cricket News