
এবারের আইপিএলে ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে ৫টি ম্যাচ জিতে লীগ টেবিলে চতুর্থ স্থানে থাকলেও তারা একদমই আহামরি কিছু পারফরম্যান্স করতে পারেনি। প্রায় প্রতিটা ম্যাচেই দলের প্রথম একাদশে পরিবর্তন হয়েছে। ফর্মে নেই দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলের মত তারকারা।
এর মধ্যে আবার বুধবার আরসিবির বিরুদ্ধে রাসেলকে বাদ দিয়েই খেলতে নেমেছিলেন নাইটরা। ম্যাচের রেজাল্ট হল আরও খারাপ। প্রথমে ব্যাট করে মাত্র ৮৪ রানই স্কোরবোর্ডে তুলতে পেরেছিল শাহরুখ খানের দল। আইপিএলের ইতিহাসে যা অন্যতম সর্বনিম্ন স্কোর। শেষদিকে লকি ফার্গুসন ও কুলদীপ যাদব মিলে পার্টনারশিপ না গড়লে আরো খারাপ অবস্থা হত নাইটদের। হারের পর নাইট রাইডার্সকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে যায়। সেই ট্রোল থেকে বাদ গেলেন না কোক ব্রেন্ডন ম্যাককালাম।
টুর্নামেন্টের মাঝপথেই বদল হয়েছে অধিনায়ক। এবার কি তাহলে কোচও বদল করবে কেকেআর ম্যানেজমেন্ট ? ডাগ আউটে বসে মাঝেমধ্যেই পেন-পেন্সিল হাতে কাগজে কিছু নোট করতে বা লিখতে দেখা যায় কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। বুধবার যখন মাত্র ৩ রানেই ৩ উইকেট হারিয়েছিল কলকাতা। তখনও কোচকে দেখা যায় ডাগ আউটে বসে মাথা নীচু করে কিছু লিখছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ম্যাকালামকে নিয়ে শুরু হয় ট্রোলিং। সমর্থকরা বলতে শুরু করেন নিজের পদত্যাগপত্র লিখছেন ম্যাকালাম।
https://twitter.com/Pranjal_one8/status/1318956521846288385
