
যেন অস্তমিত সূর্যের উজ্জ্বল রশ্মি। তাইতো ভারতীয় এই তরুণ ক্রিকেটারের প্রতিভায় মোহিত কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যর্থ পারফরম্যান্স হতাশার সৃষ্টি করলেও আশার আলো দেখিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার তিলক বর্মা। একের পর এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব ধরেছেন তিনি। এত ব্যর্থ ক্রিকেটারের মধ্যেও নিজেকে দুর্দান্তভাবে প্রমাণ করে চলেছেন ১৯ বছরের ভারতীয় যুবক।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ইনিংসে তিলক বর্মা ৩৬৮ রান সংগ্রহ করেছেন। তাঁর গড় ৪০.৮৮। রয়েছে জোড়া অর্ধ-শতরানও। আর সেই কারণে তিলকে মোহিত হয়েছেন ভারতীয় কিংবদন্তি। তিলক বর্মার খেলায় মুগ্ধ হয়ে বড় ভবিষ্যদ্বাণী করে ফেললেন সুনীল গাভাস্কার। তার কথায় ফুটে উঠেছে, ভারতীয় ক্রিকেট আরও এক উজ্জ্বল প্রতিভা পেতে চলেছে।
সুনীল গাভাস্কার এক আলোচনা সভায় বলেন, “তরুণ ক্রিকেটার তিলক বর্মা নিজের মস্তিষ্কের ওপর যেমন নিয়ন্ত্রণ দেখিয়ে চলেছেন তা সত্যিই বিস্ময়কর। যেখানে প্রথম সারির ক্রিকেটাররা প্রতিটি ম্যাচে ব্যর্থ হয়েছেন সেখানে মিডল অর্ডারে একাই দলকে এগিয়ে নিয়ে গেছেন তিলক বর্মা। শুধু লম্বা শটে আবদ্ধ ছিলেন না তিনি, ছোট ছোট রান নিয়ে স্ট্রাইক রোটেট করেছেন নিয়মিতভাবে। ভবিষ্যতে ভারতীয় দলের জন্য প্রতিনিধিত্ব করার সমস্ত গুণাবলী রয়েছে এই তরুণ ক্রিকেটারের কাছে।”
এদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তরুণ ক্রিকেটার তিলক বর্মাকে নিয়ে ইতিমধ্যে বিরাট ভবিষ্যদ্বাণী করেছেন। রোহিত শর্মার মতে,”কেলো বর্মা ভারতীয় জার্সিতে সব প্রকার ক্রিকেটে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখেন। শুধু প্রয়োজন নিজেকে ফিট রাখা এবং রানের মধ্যে থাকা।”
