
এবারের আইপিএলের অন্যতম সেরা বোলিং লাইন আপ মুম্বই ইন্ডিয়ান্সের। কিন্তু সেই বোলিং লাইন আপ নিয়েও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছে তাদের। বেন স্টোকস ও সঞ্জু স্যামসন দুজনেই মুম্বইয়ের বোলিং নিয়ে ছেলেখেলা করেছিল। দলের অন্যতম সেরা বোলার ভারতীয় তারকা জসপ্রীত বুমরাহ ৪ ওবারে দেন ৩৮ রান। নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৪০ রান দেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলিং ব্যর্থতা কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরোনো ছন্দে ফেরার লক্ষ্যে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নামছে মুম্বই। রোহিত শর্মার চোটের জন্য আবু ঢাবিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন কায়রন পোলার্ড। এই ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে দলের বোলাররা। যার মধ্যে বুমরার বোলিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
💥 We go again!#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/UVUhcZyhTA
— Mumbai Indians (@mipaltan) October 27, 2020
এই হাইভোল্টেজ ম্যাচের আগে নিজেদের বোলিং প্রসঙ্গে যশপ্রীত বুমরা বলছেন, বেন স্টোকসের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের কাছে ধাক্কা খেলেও মানসিকতা পাল্টানোর দরকার নেই। একটা দিন দিয়ে বিচার করা যায় না। আমাদের বোলাররা বেশ ভাল। ট্রেন্ট বোল্ট, জেমন প্যাটিনসন, নেথান কুল্টার-নাইল। ওদের সঙ্গে বল করা উপভোগ করি।’ চাপের মুখে কীভাবে তিনি বল করেন তার উত্তরে বলেছেন,’চাপের মুখে বল করাটা সবসময়ই কঠিন। আমার আয়ত্ত্বে যেটা রয়েছে, চাপের মুখে সেটাই করার চেষ্টা করি। এই সময় আমি যখন যে বলটা করি সেটার ওপর গুরুত্ব দিই।’
