Connect with us

Cricket News

Kolkata Knight Riders: প্লে-অফে পৌঁছানোর সুযোগ রয়েছে কলকাতার, দেখে নিন কিভাবে এই অসাধ্য সাধন করতে পারে নাইট বাহিনী

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগের খেলা বর্তমানে এক রোমাঞ্চকর মুহূর্তে পৌঁছেছে। সেরা চারে প্রবেশের দৌড়ে ইতিমধ্যে নাম লিখিয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরেকটি খেলা জিততে পারলে তারাও যোগ্যতা অর্জন করবে সেরা চারে প্রবেশের। এখনো তাদের হাতে তিনটি খেলা রয়েছে। যেখানে মাত্র একটি খেলায় জয়ের প্রয়োজন। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস জয়লাভ করেছে। আর এখানেই সমস্ত খেলা সমীকরণ পাল্টে দিয়েছে তারা। যেখানে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স যৌথভাবে রয়েছে সেরা চারের লড়াইয়ে।

যেখানে রান রেটের ভিত্তিতে কিছুটা এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদি কলকাতা নাইট রাইডার্সকে সেরা চারে প্রবেশ করতে হয় তাহলে তিনটি দলের ওপর নির্ভর করতে হবে তাকে। সেরা চারে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে পাঞ্জাব কিংস। কারণ আগামী দুটি খেলাতে তাদের মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। যাদের হারিয়ে সেরা চারে জায়গা করতে হবে পাঞ্জাব কিংসকে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে এখনো তিনটি খেলা পড়ে রয়েছে। যেখানে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া অন্য দুটি খেলা রয়েছে রাজস্থান রয়েলস এবং সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে। এক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা সহজ টিমের সাথে মোকাবেলা করতে চলেছে।

কলকাতা নাইট রাইডার্সের সামনে দুটি খেলায় মুখোমুখি হবে রাজস্থান রয়েলস এবং সানরাইজ হায়দ্রাবাদ। বর্তমানে এই দুটি দল চলতি টি-টোয়েন্টি টুর্ণামেন্টে ইতিমধ্যে সেরা চারের লড়াই থেকে বাদ পড়েছে। কলকাতা নাইট রাইডার্স এই দুটি দলকে পরাজিত করতে পারলে ১৪ পয়েন্ট অর্জন করবে। সে ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথ পয়েন্ট হতে পারে কলকাতা নাইট রাইডারসের। যদি মুম্বাই ইন্ডিয়ান্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনেক ব্যবধানে পরাজিত হয় তাহলে রান রেটে অনেকটা পিছিয়ে পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। সে ক্ষেত্রে দুটি খেলায় জয় লাভ করে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে বাজিমাত করতে পারে। কিন্তু তা নির্ভর করছে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়-পরাজয়ের উপর।

Advertisement

#Trending

More in Cricket News