
মুম্বাই ইন্ডিয়ান্সের ধারাবাহিক ব্যর্থতা থেকে আজও অব্যাহতি মিলল না। লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে আজ সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের মেগা আসরের শুরু থেকেই পরাজয়ের ধারাবাহিকতায় চলছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সবচেয়ে সফল দল টানা ৭ ম্যাচে পরাজিত হওয়ার পর আজ ২ পয়েন্ট অর্জন করার লড়াইয়ে নেমেছিল। তবে সেখানেও ব্যর্থতার মুখ দেখল মুম্বাই ইন্ডিয়ান্স।
সম্মান রক্ষার লড়াইয়ে আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। পরিকল্পনা মাফিক লখনউ-এর বিরুদ্ধে বিধ্বংসী বোলিং করে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। মাত্র ১৬৮ রানে লখনউ সুপার জায়েন্টসকে আটকে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন কে এল রাহুল।
তবে মাত্র ১৬৯ রানের লক্ষ্যমাত্রা যেন পর্বতসমান ভারী হয়ে ওঠে মুম্বাইয়ের জন্য। প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিশানের উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে জয়ের দিকে অগ্রসর হয় মুম্বাই। তবে ৩৯ রানে রোহিত শর্মা সাজঘরে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া দলের জন্য ৩৮ রান করেন তিলক বর্মা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয়। এই নিয়ে চলতি আইপিএলে টানা ৮ ম্যাচে পরাজিত হয়ে কলঙ্কিত রেকর্ড গড়লো মুম্বাই ইন্ডিয়ান্স।
