
পরপর চারটি ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন। আইপিএলের ইতিহাসে বিস্ময়কর রেকর্ড গড়ে চলতি আইপিএলে প্রথম জয়ের দেখা পেল চেন্নাই সুপার কিংস। ইতিপূর্বে চলতি আইপিএলের আসরে ২০৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরাজয় স্বীকার করতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। তারপর থেকে টানা পরাজয়ের কালিমা গায়ে মাখতে থাকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অবশ্য নিজেদের ৫ম ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো চেন্নাই সুপার কিংস।
চলতি আইপিএলে এখনো পর্যন্ত রেকর্ডসংখ্যক রান তুলল চেন্নাই। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১৬ রান করতে সক্ষম হয় রবীন্দ্র জাদেজারা। যা চলতি মরশুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ৫ উইকেটে ২১৫ রানই ছিল চলতি মরশুমের সর্বোচ্চ দলগত ইনিংস।
শুধু এখানেই থেমে যায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে বিস্ময়কর রেকর্ড গড়ে প্রথম জয় নিশ্চিত করলো চেন্নাই। এখনো পর্যন্ত আইপিএলের ১৫টি মরশুমে এমন বিস্ময়কর রেকর্ড গড়েনি কোন দল। নিজেদের ব্যাটিং ইনিংসে ১১ থেকে ২০ ওভার পর্যন্ত টানা ১০ ওভার দশের অধিক রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার কিংস। ইনিংসের শেষ ১০ ওভারে টানা ১০ রানের বেশি সংগ্রহ করার নজির আইপিএলে এই প্রথম। সেদিক থেকে ইতিহাস গড়ল চেন্নাই। আজ আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী পুঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।
