
গতকাল আরো একবার জ্বলে উঠলো মহেন্দ্র সিং ধোনির ব্যাট। কেন মহেন্দ্র সিং ধোনিকে পৃথিবীর সেরা ফিনিশার বলা হয় তা আর একবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিজে নামেন, ২৯ বলে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫২ রান। অর্থাৎ বলতে গেলে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হতে বসেছিল চেন্নাইয়ের। অধিনায়ক রবীন্দ্র জাদেজার সাথে জুটি বাঁধেন মহেন্দ্র সিং ধোনি। তবে মহেন্দ্র সিং ধোনির সাথে সঙ্গ না দিয়ে কায়রন পোলার্ডের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। সে সময় ক্রিকেটপ্রেমীদের পুরো ভরসা গিয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির ওপর।
চলতি আইপিএলে দূর্দন্ত ছন্দে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে বেশ কয়েকটি লম্বা ইনিংস খেলেছেন তিনি। শেষ ওভারের আগপর্যন্ত অবশ্য ডোয়াইন প্রিটোরিয়াসই এগিয়ে নিচ্ছিলেন চেন্নাইকে। মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বেঁধে আশা জাগিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। জসপ্রীত বুমরাহর ১৯তম ওভারে ১১ রানের পর শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটের প্রথম বলে এলবিডব্লু হলেন ১৪ বলে ২২ রান করা প্রিটোরিয়াস। তবে শেষমেষ তার সাজ ঘরে ফেরা হতাশার সৃষ্টি করেছিল চেন্নাই প্রেমীদের। এরপর মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বাঁধেন ডোয়েন ব্র্যাভো। পরের বলে ডোয়াইন ব্রাভো স্ট্রাইক ফিরিয়ে দিলেন ধোনিকে।
তারপর মহেন্দ্র সিং ধোনির রুদ্র মূর্তি দেখল ক্রিকেটপ্রেমীরা। পৃথিবীর সেরা ফিনিশার তাকে কেন বলা হয় তা আরো একবার প্রত্যক্ষ করল পুরো ক্রিকেট বিশ্ব। উনাদকাটের পরের চার বলে তাঁর স্কোরিং শট এমন—ছয়, চার, দুই, চার। উনাদকাট, রোহিত শর্মাদের অসহায় বানিয়ে ১৫৫ রান তাড়ায় শেষ বলে গিয়ে চেন্নাইকে জেতালেন ধোনি। ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেল চেন্নাই। অন্যদিকে, টানা সাত ম্যাচ শেষেও জয়শূন্যই থাকল মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে দুটি ম্যাচ জিতে চার অংক অর্জন করে আবার প্লে-অফের লড়াইয়ে যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দল হিসেবে চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে থেকে বিদায় নিশ্চিত করেছে।
