
আইপিএলের মেগা আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাবেন না চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি ক্রিকেটার দীপক চাহার। মহেন্দ্র সিং ধোনির অন্যতম সেরা অস্ত্র আইপিএল থেকে পড়লেন বাদ। ন্যাশনাল ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে। অর্থাৎ দীপক চাহারকে ছাড়াই আইপিএলের মেগা আসরে ভাগ নিতে হবে মহেন্দ্র সিং ধোনিদের। ইতিমধ্যে আইপিএলের পাঁচটি ম্যাচে দীপক চাহারের অভাব বুঝেছে চেন্নাই সুপার কিংস। শুরুতেই পরপর চারটি ম্যাচে হেরে প্লে-অফের লড়াই ইতিমধ্যে অনেকটা কঠিন হয়ে পড়েছে চেন্নাইয়ের জন্য।
চলতি আইপিএলের মেগা নিলাম থেকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক মূল্য চেন্নাই সুপার কিংস দীপক চাহারকে দলে টেনেছিল। দীপক চাহারের পূর্বে চেন্নাই শিবির মেগা নিলাম থেকে সর্বাধিক ১২ কোটি টাকা মূল্যের ক্রিকেটার কিনেছিল। বিগত কয়েক মরশুম ধরে দুর্দান্ত সাফল্যের সাথে দীপক চাহার প্রথম পাওয়ার প্লে এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আসছেন। তবে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে চোট পেয়ে দলছুট হন দীপক চাহার। আইপিএলের মেগা আসর শুরু হলেও চোট সারিয়ে নিজের শিবিরে যোগ দিতে পারেননি দীপক চাহার।
চোট সারিয়ে ভারতীয় এই অলরাউন্ডার কিছুদিন পূর্বে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে । টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল, “চাহার দুই সপ্তাহের মধ্যে এনসিএ থেকে ছাড়া পেয়ে যাবেন। সে ক্ষেত্রে এই মাসের শেষের দিকে তিনি ম্যাচ খেলতে নামতে পারবেন। আশা করা হচ্ছে, ২৫ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরতি লিগের ম্যাচে প্রথম একাদশে তিনি থাকতে পারেন। সেই হিসেবে এই ম্যাচটি চেন্নাইয়ের আট নম্বর ম্যাচ হবে।”
তবে সেই আশা এখন গুড়ে বালি। অর্থাৎ ১৪ কোটির প্লেয়ারকে ছাড়াই চলতি আইপিএলের মেগা আসর খেলতে হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ন্যাশনাল ক্রিকেট একাডেমি দীপক চাহারকে না খেলানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
