Connect with us

Cricket News

IPL 2022: কোহলিদের প্লে-অফের রাস্তা সহজ করে দিলেন ধোনিরা! দেখে নিন, কোন ৪টি দল যেতে চলেছে প্লে-অফে?

Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৬৭ রানের ব্যবধানে সানরাইজ হায়দ্রাবাদকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। সানরাইজ হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত নিশ্চিত করে দিল প্লে-অফের ছবিটি। শেষ চারে পৌঁছাতে চলেছে যারা তাদের তালিকা এখন স্পষ্ট। গতকাল দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত ভাগ্য ফিরিয়ে এনেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। কারণ দিল্লি ক্যাপিটালস জয় লাভ করলে এক ধাক্কায় ব্যাঙ্গালোরের প্লে অফে পৌছানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতো।

বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রয়েছে চলতি আইপিএলে অন্তর্ভুক্ত দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। লখনউ সুপার জায়েন্টস পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এবং গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে শক্ত খুঁটি পুঁতে রেখেছে রাজস্থান রয়্যালস। রানরেটে বেশ কিছুটা পিছিয়ে থেকে রাজস্থানের সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

যে দিল্লি প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ছিল, চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লেগেছে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে আছেন ঋষভ পন্তরা। এছাড়া সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর একে একে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ছিটকে গেছে প্লে-অফের লড়াই থেকে।

Advertisement

#Trending

More in Cricket News