Connect with us

Cricket News

IPL 2022: ধোনির চেয়েও চেন্নাই ২ কোটি টাকা বেশি খরচ করেছে এই ক্রিকেটারের জন্য! কিন্তু কেন?

Advertisement

চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে মেগা অকশনে সবচেয়ে দামি ক্রিকেটার কিনল। ইতিপূর্বে মেগা অকশনে সর্বোচ্চ ১২ কোটি টাকা মূল্যে ক্রিকেটার কিনেছিল চেন্নাই সুপার কিংস। তবে চলতি মেগা নিলামে সেই বাধা-নিষেধ অতিক্রম করে ১৪ কোটি টাকা ব্যয়ে দীপক চাহারকে তুলে নিলো চেন্নাই সুপার কিংস। যা কি না মহেন্দ্র সিং ধোনির চেয়েও দুই কোটি বেশি! শুনতে অবাক হলেও রবীন্দ্র জাদেজার পরে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন দীপক চাহার।

তবে কেন চেন্নাই সুপার কিংস দীপক চাহারের পেছনে ১৪ কোটি টাকা বাজি ধরল এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায়। যেখানে মেগা অকশনের পূর্বে মহেন্দ্র সিং ধোনির জন্য ১২ কোটি টাকা খরচ করেছিল চেন্নাই সুপার কিংস, সেখানে দীপক চাহারের জন্য ১৪ কোটি নিঃসন্দেহে একাধিক প্রশ্নের সৃষ্টি করেছে। অবশ্য দীপক চাহারের জন্য বিশাল অংকের টাকা খরচ করার কারণ হিসেবে একাধিক যুক্তিতর্ক উঠে এসেছে।

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দীপক চাহার ইতিমধ্যে নিজেকে বারবার প্রমাণ করেছেন। গতবছর ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে বল হতে নিয়মিত উইকেট দখল করেছিলেন তিনি। তাছাড়া ব্যাটিং অর্ডারে শেষ অংশে এসে ঝড়ের গতিতে রান তুলে দলকে আশানুরূপ স্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রয়েছে দীপক চাহারের। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিগত কয়েক বছর ধরে বিধ্বংসী ইনিংস খেলে আসছেন দীপক চাহার। তাই তার পেছনে যেকোন ফ্র্যাঞ্চাইজি মোটা অংকের টাকা খরচ করবে এমনটা প্রথমেই আশা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News