
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। পাঞ্জাবের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে চেন্নাই সুপার কিংস এখন পয়েন্টস টেবিলে সবার নিচে অবস্থান করছে। ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে পরাজিত হয়েছিল চেন্নাই সুপার কিংস।
আজ গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের আহবানে ব্যাটিং করতে নেমে শিখর ধাওয়ান এবং লিভিংস্টোনের বিধ্বংসী ব্যাটিংয়ের জোরে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। দলের হয়ে লিভিংস্টোন সর্বোচ্চ ৩২ বলে ৬০ রান করেন।
১৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংসটি খেলেন শিভাম দুবে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি দলের খাতায় যুক্ত করেন ২৩টি রান। দলের হয়ে সর্বোচ্চ রহুল চাহার তিনটি উইকেট দখল করেন।
