Connect with us

Cricket News

IPL 2022: মেগা অকশনে এই ৩ ভারতীয় তারকা ক্রিকেটারকে কিনতে মরিয়া হতে পারে চেন্নাই সুপার কিংস

Advertisement

ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫ তম আসর নতুনরূপে সাজান চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করে মোট দশটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২০২২ আইপিএলের আসর। তার আগে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে চারজন ক্রিকেটারকে রিটেন করার অনুমতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার সময় ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির চোখ এখন মেগা অকশনে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ ব্যাঙ্গালুরুতে বসতে চলেছে মেগা অকশনের আসর। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস মেগা অকশনে এই তিন ভারতীয় ক্রিকেটারের পেছনে ছুটতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১. হার্সেল প্যাটেল: চেন্নাই সুপার কিংস ভারতীয় প্রিমিয়ার লিগের সফলতম দলগুলির একটি। চলতি বছর আইপিএলে সবচেয়ে অধিক উইকেট দখল করেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার হার্সেল প্যাটেল। এক আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ডোয়েন ব্র্যাভোর পাশে নাম লিখিয়েছেন হার্সেল প্যাটেল। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে ৩২ উইকেট দখল করেছিলেন তিনি। তাই মেগা অকশনে তাকে দলে পেতে সর্বোচ্চটা লড়াই করবে চেন্নাই সুপার কিংস।

২. পৃথ্বী শ: দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ ধারাবাহিকভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে রান করে যাচ্ছেন। চলতি বছর মেগা নিলামে উঠছে চলেছেন তিনি। শেখর ধাওয়ানের সাথে জুটি বেঁধে দিল্লির জন্য দুর্দান্ত শুরু করেন পৃথ্বী শ। চেন্নাই সুপার কিংস ওপেনিং ব্যাটসম্যান ডুপ্লেসিসকে ছেড়ে দিয়েছে। যদি মেগা অকশনে তাকে দলে ফিরে না পায় সে ক্ষেত্রে পৃথ্বী শ হবে তাদের দ্বিতীয় পছন্দ।

৩. ভুবেনেশ্বর কুমার: মহেন্দ্র সিং ধোনির সাথে ভূবির সম্পর্ক বহুদিনের। নিজের বলের সুইং-এ তাবড় তাবড় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরানোর ক্ষমতা রয়েছে ভুবনেশ্বর কুমারের। নতুন বলে এবং ডেথ ওভারে বোলিং করতে পারেন তিনি। তাছাড়া শেষ পজিশনে এসে ব্যাট হাতে রান করার ক্ষমতা রয়েছে ভুবনেশ্বর কুমারের। সে ক্ষেত্রে পেস বোলার হিসেবে দ্বিতীয় পছন্দের তালিকায় থাকতে পারেন ভুবনেশ্বর কুমার। তবে এই তালিকায় শার্দুল ঠাকুরও থাকতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News