
অনেক আগেই আইপিএলের প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের শুরুতে টানা আট ম্যাচ হেরে চলতি আইপিএলে লজ্জাজনক অবস্থা রয়েছে মুম্বাই। তবে অন্যদলের প্লে-অফের স্বপ্নভঙ্গ করতে ওস্তাদ রোহিত শর্মা। গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তারই প্রমাণ দিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে যাওয়ার যে ক্ষীন আশাটুকু ছিল সেই রাস্তাও বন্ধ হলো চেন্নাই সুপার কিংসের।
গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডার। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল। এরপর অবশ্য ১৬ ওভার পর্যন্ত ব্যাটিং করতে সক্ষম হয় চেন্নাই। মুম্বাইয়ের বিধ্বংসী বোলিংয়ের সামনে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি।
মাত্র ৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেও ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। পাওয়ার প্লেতে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে রোহিত শর্মার দল। ঈশান কিষাণ ৬ করে আউট হওয়ার পর, ড্যানিয়েল স্যামস ১ করে সাজঘরে ফেরেন। রোহিত শর্মা ১৪ বলে ১৮ করে আউট হন। তবে দলের হাল ধরেন তিলক বর্মা। তিনি ৩২ বলে ৩৪ করে অপরাজিত থাকেন। তার লম্বা ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৩১ বল বাকি রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলশ্রুতিতে চলন্ত আইপিএলে তৃতীয় দল হিসেবে প্লে অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গেল চেন্নাই সুপার কিংস।
