Connect with us

Cricket News

MS Dhoni: পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই! নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক চলতি মৌসুমে আরো একটি রেকর্ড স্পর্শ করলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনির রয়েছে একাধিক রেকর্ড। এবার সেই পলকে যুক্ত হলো নয়া নজির। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২ উইকেটে জয় লাভের পর বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। এর আগে গত বছর আইপিএলের আসরে প্রথমবারের মতো প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। এবার আইপিএলের মৌসুম দুর্দান্ত কেটেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের।

গতকাল উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিকের একটি রেকর্ড ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। এ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি আইপিএলে মোট ২১৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১১৭টি ক্যাচ ধরেছেন। তাছাড়া স্টাম্পিং করেছেন ৩৮টি। এতদিন সর্বোচ্চ ক্যাচ এবং স্টাম্পিং করার রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ঝুলিতে। তিনি মোট ১৪৬ আউট করেছিলেন উইকেটের পেছনে দাঁড়িয়ে। যেখানে ক্যাচ ধরার সংখ্যা ছিল ১১৫টি। গতকাল মহেন্দ্র সিং ধোনি দুটি ক্যাচ ধরে দীনেশ কার্তিকের রেকর্ড উত্তীর্ণ করেছেন।

গতকাল তিনি কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার এবং দীনেশ কার্তিকের ক্যাচ তালুবন্দি করেন। আর সেখানেই এই বিরল কৃতিত্ব করার গৌরব অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের সবচেয়ে সফলতম অধিনায়ক এবং আইপিএলে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে ১৫ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু ভারতীয় প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে একের পর এক বিরল কৃতিত্ব করে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। মূলত তার ওপর ভর করে চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল শিরোপা ঘরে তুলেছে। তাছাড়া সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। চলতি মরসুমে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস।

Advertisement

#Trending

More in Cricket News