
আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। বিগত চৌদ্দ বছরে আইপিএল ইতিহাসে গ্রুপ পর্যায়ের শুরুতে পরপর তিনটি ম্যাচে পরাজিত হয়নি চেন্নাই সুপার কিংস। গতবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বর্তমানে তিনটি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান করছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন পেস বোলার আরপি সিং। চলতি আইপিএলের শুরুতেই কলকাতার বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয় চেন্নাই। এরপর লখনউ-এর বিরুদ্ধেও ফলাফল ছিল একই। পাঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের সমীকরণটা ছিল আরো বেশি। ৫৪ রানের বিশাল ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হয়েছিল চেন্নাই।
আইপিএলের পঞ্চদশ আসর শুরু হওয়ার দু’দিন পূর্বে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। তার স্থানে নতুনভাবে দলের নেতা হন বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যদিও অধিনায়ক হিসেবে তার আইপিএল যাত্রার শুরুটা একদম মনপুতঃ হয়নি। ভারতের প্রাক্তন পেসার আরপি সিং মনে করছেন, চেন্নাই সুপার কিংস যদি গ্রুপ পর্যায়ের আরেকটি ম্যাচেও পরাজিত হয় সে ক্ষেত্রে প্লে-অফে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য।
ভারতের এই প্রাক্তন পেসার আরও যোগ করেন, “যেহেতু চলতি আইপিএলে ১০টি দল রয়েছে, ফলে অঙ্কের দিকটাও কি হবে আপনি বুঝতে পারবেন না। কত পয়েন্ট দরকার পড়বে প্রথম চারে থাকতে গেলে সেটাও নিশ্চিত হবে না। যে সিএসকেকে আমরা চিনতাম আজ তাকে দেখতে পাচ্ছি না। টপ অর্ডার বলুন বা মিডল অর্ডার ওই একটা পার্টনারশিপ ছাড়া বাকি সবটাই যেন অজানা। আমার মনে হচ্ছে ওরা সঠিক পরিকল্পনা করে উঠতে পারছে না। কীভাবে ম্যাচকে আগে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনার অভাব রয়েছে। যথাসম্ভব সঠিক পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে খেলার মাঠে। তবেই প্লে-অফে পৌঁছানোর সূক্ষ্ম সুযোগ তৈরি হবে চেন্নাইয়ের জন্য।”
