Connect with us

Cricket News

Chetakeshwar Pujara: কাউন্টিতে চেতেশ্বর পুজারা যেন জস বাটলার! ডাবল সেঞ্চুরির পর আবার সেঞ্চুরি!!

Advertisement

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল কাঁপাচ্ছেন জস বাটলার। অন্যদিকে, কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে আসর মাতাচ্ছেন চেতেশ্বর পুজারা। বিগত কয়েক বছর ধরে অফ ফর্মে ছিলেন চেতেশ্বর পুজারা। যার কারণে আইপিএলে দল পাননি তিনি। বলতে গেলে একরকম ভারতীয় ক্রিকেটের উপর রাগ করে কাউন্টি খেলার সিদ্ধান্ত নেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। আর সেখানেই সফলতা হাতে আসলো পূজারার। পরপর দুই ইনিংসে শতরানের গণ্ডি টপকে সমস্ত সমালোচনার সমাপ্তি ঘটালেন চেতেশ্বর পুজারা।

যদিও চেতেশ্বরের কাউন্টি অভিযানের শুরুটা মনে রাখার মতো হয়নি তার। নিজের প্রথম ইনিংসে ব্যাট হাতে ডাহা ফেল করেন পূজারা। তবে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকে ঘুরে দাঁড়ান ভারতীয় ক্রিকেটার পুজারা। ডার্বিশায়ার তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৫০৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। যেখানে দলের জন্য পূজারার ব্যাট থেকে এসেছিল মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসে সেই চেতশ্বর পুজারা করেন ঝকঝকে দ্বিশতরান। তৃতীয় দিনের শেষে পুজারা ৫৭ এবং হাইনেস ১৬৪ রানে অপরাজিত ছিলেন। রবিবার ম্যাচের চতুর্থ দিন শতরান পূর্ণ করেন পুজারা। ২৩৮তম বলে চার মেরে ১০১ রানে পৌঁছন তিনি। ৩৮৭ বলে পূর্ণ করলেন দ্বিশতরান। ২৩টি চার দিয়ে সাজানো ছিল তাঁর এই ইনিংস। শেষ পর্যন্ত ২০১ রানে অপরাজিত থাকেন তিনি। 

প্রথম ম্যাচে অপরাজিত দ্বি-শতরানের ইনিংস-এর পর এবার দ্বিতীয় ম্যাচেও শতরানের ইনিংস খেললেন চেতেশ্বর পুজারা। প্রথমে ব্যাট করে ওরচেস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে ৪৯১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। ওরচেস্টারশায়ার ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে পূজারা হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। দ্বিতীয় দিনের শেষে পূজারা অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮৫ রানে। আজ তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে আবারো শতরানের ইনিংস খেললেন পুজারা। ২০৬ বলে ১৬টি চারের মাধ্যমে দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News