
টানা চার ম্যাচে পরাজিত হওয়ার পর কলকাতার নাইট রাইডার্সের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আট ম্যাচে ৫টি তে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে ৩ ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্টের সাথে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই চলতি আইপিএলে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় নিশ্চিত করা ছাড়া উপায় নেই শ্রেয়াস আইয়ারদের সামনে। চলতি আইপিএলে প্লে অফ নিশ্চিত করতে গেলে কমপক্ষে ১৬ পয়েন্ট অর্জন করতে হবে যেকোনো ফ্র্যাঞ্চাইজিকে।
এদিকে কলকাতার হাতে গ্রুপ পর্যায়ে রয়েছে আর মাত্র ৬ ম্যাচ। কারোর উপর নির্ভর না করে প্লে-অফে পৌঁছতে গেলে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে নাইট বাহিনীদের। টানা চার ম্যাচে হেরে শ্রেয়াস আইয়ারদের সামনে লড়াইটা এখন অনেকটাই কঠিন। অন্যদিকে, আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার মুখোমুখি দিল্লি ক্যাপিটালসের লড়াইটাও একই রকম। যদিও চলতি আইপিএলে তারা কলকাতার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে কলকাতার শক্তিশালী একাদশ? দেখে নিন এক নজরে-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, সুনিল নারাইন, প্যাট কামিন্স, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন(উইকেটরক্ষক), আর. সালাম, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
